Sara Ali Khan on Pahalgam Incident

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, কাশ্মীরে ঘুরতে যাওয়ার ছবি দিতেই কটাক্ষের শিকার সারা!

কাশ্মীরে ঘটে যাওয়া হৃদয়বিদারক এই ঘটনায় সমব্যাথী অভিনেত্রী সারা আলি খান। যদিও দুঃখপ্রকাশ করতে গিয়ে নিজেই সমালোচনার শিকার হলেন সইফ-কন্যা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ২০:৩০
Share:

পহে‌লগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় সমব্যাথী অভিনেত্রী সারা আলি খান। ছবি: সংগৃহীত।

মঙ্গলবার দুপুরে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। গোয়েন্দা সূত্রে দাবি, হামলাকারীরা সংখ্যায় ছিল পাঁচ থেকে ছয় জন। সকলের মুখে ছিল মাস্ক। হাতে একে ৪৭-এর মতো বন্দুক। আচমকাই পর্যটকদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে। এখনও পর্যন্ত পহেলগাঁওয়ে হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর থেকে রাগের প্রকাশ ছড়িয়ে পড়ছে গোটা দেশে। সমাজমাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। ক্ষোভপ্রকাশ করেছেন বলিউডের তাবড় তারকা। কাশ্মীরে ঘটে যাওয়া হৃদয়বিদারক এই ঘটনায় সমব্যাথী অভিনেত্রী সারা আলি খান। যদিও দুঃখপ্রকাশ করতে গিয়ে নিজেই সমালোচনার শিকার হলেন সইফ-কন্যা।

Advertisement

এমনিতেই ভ্রমণপিপাসু বলে নাম রয়েছে সারার। গত বছরও কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন মা ও ভাইয়ের সঙ্গে। সেই সময় সেখানকার নৈসর্গিক রূপ দেখে মুগ্ধ হয়ে যান। তাই পহেলগাঁওয়ের রক্তাক্ষয়ী এই ঘটনায় দুঃখ পেয়েছেন অভিনেত্রী। সারার কথায়,‘‘ এমন একটা নৃসংশ ঘটনায় ভিতর থেকে নড়ে গিয়েছি। এই জায়গাটা পৃথিবীর মধ্যে স্বর্গ বলা হয়। এমন সুন্দর শান্তির জায়গায় এমন একটা ঘটনা। আমি শান্তি চাই পাশপাশি বিচার চাই।’’ এই লেখার সঙ্গে সারা নিজের কাশ্মীর ভ্রমণের ছবি দিতেই বাঁধে গণ্ডগোল। নেটপাড়ার একটা বড় অংশ সমালোচনায় মুখর হয়েছে। কেউ লিখেছেন, বোকা, কেউ তাঁকে অংসবেদনশীলের তকমা দিয়েছে। সকলেরই প্রায় একটা দাবি, ‘‘এমন একটা ঘটনায় নিজের ছবি দেওয়ার কি আছে মাথা মোটা নাকি।’’ যদিও সমাজমাধ্যমে এ হেন সমালোচনায় উত্তর দেননি সারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement