Sara Tendulkar Siddhant Chaturvedi

সচিন-কন্যা সারাকে ফিরিয়ে দিলেন সিদ্ধান্ত! কী কারণে ফের প্রেম ভাঙল ‘গহরাইয়াঁ’ অভিনেতার

মুম্বই শহরের একাধিক রেস্তোরাঁয় সময় কাটাতে দেখা সারা-সিদ্ধান্তকে। কিন্তু বাড়িতে নিয়ে যেতেই ঘটল কোন অঘটন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ১২:৪৬
Share:

সারা-সিদ্ধান্তের প্রেম ভাঙল কেন? ছবি: সংগৃহীত।

দীর্ঘ দিন ধরেই ক্রিকেট তারকা শুভমন গিলের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছিল সারা তেন্ডুলকরের। অন্য দিকে অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নবেলী নন্দার সঙ্গে নাকি সম্পর্ক তৈরি হয়েছিল ‘গহরাইয়াঁ’ অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর। বলিউডে যখন বচ্চন পরিবারের ‘নাতজামাই’-এর তকমা সিদ্ধান্তকে দিয়েই ফেলেছে, তখনই নতুন প্রেমের চর্চা।

Advertisement

সচিন-কন্যা সারার প্রেমে মজেন সিদ্ধান্ত। মুম্বই শহরের একাধিক রেস্তোরাঁয় সময় কাটাতে দেখা যায় তাঁদের। একে অপরকে নিয়ে নাকি বেশ আত্মবিশ্বাস ছিল তাঁদের। কিন্তু পরিবারের সঙ্গে আলাপ করাতেই ঘটল অঘটন।

প্রেমের ক্ষেত্রে যেন বার বার বেদনাই জুটছে সচিন-কন্যার। শুভমনের সঙ্গে দীর্ঘ দিন প্রেমের গুঞ্জন শোনা গেলেও শেষমেশ সেই সম্পর্কে ইতি টেনেছেন তাঁরা। শুভমনের নাকি মন মজেছে পঞ্জাবি নায়িকায়। তার পরই সারা প্রেম খুঁজে পেলেন সিদ্ধান্তের মধ্যে। সব ঠিকঠাকই চলছিল। এরই মধ্যে সারাকে নিজের পরিবারের সঙ্গে আলাপ করাতে নিয়ে গেলেন সিদ্ধান্ত। শোনা যাচ্ছে, পরিবারের সঙ্গে আলাপপর্ব মেটার পরই নাকি সম্পর্ক ভাঙলেন সিদ্ধান্ত নিজেই। অবাক অনুসরণকারীরা।

Advertisement

কিন্তু একই সঙ্গে প্রশ্ন উঠছে কবে সম্পর্ক ভাঙল সিদ্ধান্ত-নব্যার? কেনই বা ভাঙল? কেউই ওয়াকিবহাল নন এ বিষয়ে। বরং অভিনেতার নতুন প্রেমের আঁচ পেয়েই বিস্ময় প্রকাশ করেছিল মায়ানগরী। এর মাঝেই সচিন-কন্যাকেও ফিরিয়ে দিলেন ‘গলি বয়’ খ্যাত অভিনেতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement