Shah Rukh Khan

জীবনের প্রথম জাতীয় পুরস্কার শাহরুখের, পুরস্কারের ২ লক্ষ টাকা থেকেও ভাগ দিতে হবে কাকে?

একটা সময় দাবি উঠেছিল, ‘স্বদেশ’-এর জন্য জাতীয় পুরস্কার পাওয়া উচিত শাহরুখের। তবে অভিনয়জীবনের ৩৩ বছর পর এই পুরস্কার পেলেন শাহরুখ। এখানেও নাকি ভাগাভাগি!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৮
Share:

শাহরুখ খান। ছবি: সংগৃহীত।

দীর্ঘ অভিনয় কেরিয়ার শাহরুখ খানের। অসংখ্য ছবি করেছেন। অসংখ্য পুরস্কারও পেয়েছেন। মূল ধারার ছবি যেমন করেছেন, তেমনই শাহরুখের ঝুলিতে রয়েছে ‘স্বদেশ’, ‘চক দে ইন্ডিয়া’র মতো অন্যরকম ছবি। একটা সময় দাবি উঠেছিল ‘স্বদেশ’-এর জন্য জাতীয় পুরস্কার পাওয়া উচিত শাহরুখের। তবে দীর্ঘ ৩৩ বছরের অভিনয়জীবনে এই প্রথম জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ। যদিও এখানেও নাকি ভাগাভাগি।

Advertisement

মঙ্গলবার দিল্লি গিয়েছেন শাহরুখ। রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিলেন অভিনেতা। ‘জওয়ান’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন তিনি। যাঁরা জাতীয় পুরস্কার পান তাঁদের একটি মেডেল, সঙ্গে একটি স্মারক দেওয়া হয়। সেইসঙ্গে পুরস্কার মূল্য হিসেবে ২ লক্ষ টাকা। তবে শাহরুখ পুরস্কার মূল্য হিসেবে পেলেন ১ লক্ষ টাকা। কারণ, এ বছর শাহরুখের সঙ্গে এই পুরস্কারের ভাগীদার ছিলেন অভিনেতা বিক্রান্ত ম্যাসে। মোট দু’লক্ষ টাকা সেটাই ভাগাভাগি করে নেবেন দুই তারকা। এ দিনের অনুষ্ঠানে শাহরুখকে দেখা গেল কালো রঙের স্যুট পরেই। সঙ্গে ছিলেন অভিনেতার আপ্তসহায়ক পুজা দদলানি। হাতের ব্যান্ডেজ এখনও বাঁধা। কাঁধের কাছে সম্প্রতি একটা অস্ত্রোপচার হয়েছে। তবে শাহরুখ খুব শীঘ্রই তাঁর পরবর্তী ছবি ‘কিং’-এর শুটিং শুরু করবেন বলে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement