Shahrukh Khan

৬৭-তে মৃত্যু শাহরুখের! রাগে ফুঁসছেন ‘বাদশা’র নায়িকা, অভিশাপ দিয়ে কী বললেন জ্যোতিষীকে?

কিং খানের আয়ু ফুরিয়ে আসছে! জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী শুনে অনুরাগীদের মুখে চিন্তার ছাপ। এ বার জ্যোতিষীকে এক হাত নিলেন শাহরুখের নায়িকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৫ ২০:১১
Share:

সুচিত্রা কৃষ্ণমূর্তি শাহরুখ খানের মৃত্যু সম্পর্কে কী বললেন? ছবি: সংগৃহীত।

শাহরুখ খানের সঙ্গে একটিই ছবি তাঁর, ‘কভি হাঁ কভি না’। তাতে কী? সুচিত্রা কৃষ্ণমূর্তির খুব মনখারাপ শাহরুখ খানের জন্য। সম্প্রতি, জ্যোতিষী সুশীল কুমার সিংহ একটি অনুষ্ঠানে জানিয়েছেন, খুব খারাপ রোগে আক্রান্ত হবেন সলমন খান। শাহরুখের সে সব না হলেও একই বয়সে মৃত্যু হবে তাঁর। ৬৭ বছর বয়সে মারা যাবেন তাঁরা। জ্যোতিষীর আরও দাবি, কোষ্ঠী বিচার করে তিনি এ রকমই ইঙ্গিত পেয়েছেন।

Advertisement

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী শুনে মুখে চিন্তার ছাপ দুই খানের অনুরাগীদের। সেই তালিকায় শাহরুখের নায়িকাও। তিনি রীতিমতো শাপশাপান্ত করেছেন। জানিয়েছেন, এই ধরনের ভুয়ো খবরে একেবারেই বিশ্বাস করা উচিত নয়। পাশাপাশি এ-ও দাবি তাঁর, জ্যোতিষশাস্ত্রের নামে যাঁরা এই ধরনের বুজরুকি করেন তাঁদের নিষিদ্ধ করে দেওয়া উচিত।

জ্যোতিষী যে ভুল কথা বলে লোককে বিপথে চালিত করছেন তার উদাহরণও দিয়েছেন তিনি। সুচিত্রার জন্ম নভেম্বরে। এই জ্যোতিষী নাকি এক অনুষ্ঠানে তাঁর জন্ম মার্চ মাসে বলেছিলেন! সুচিত্রার ক্ষোভ, “এঁদের চ্যানেল কর্তৃপক্ষ ব্যবহার করেন নিজেদের সুবিধার্থে। আর এঁরাও ভুলভাল কথা বলে সস্তায় বাজিমাত করেন।” তাঁর মতে, খ্যাতনামীদের নিয়ে ভবিষ্যদ্বাণী করা সব থেকে সহজ। কারণ, তাঁরা সচরাচর এ সব বিষয়ে মাথা ঘামান না। তাই চ্যানেল কর্তৃপক্ষের কাছে তাঁর অনুরোধ, সস্তায় প্রচার পেতে সাধারণ মানুষের মনে এই ধরনের নেতিবাচক অপপ্রচার ছড়ানো যুক্তিহীন। এতে অবশ্যই দ্রুত প্রচার মেলে। তবে নাগাড়ে এই ধরনের ভুল তথ্য পরিবেশিত হতে থাকলে আগামী দিনে তা চ্যানেলের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement