শাহরুখ খানের টিমের তরফে কী জানানো হয়েছে ? ছবি: সংগৃহীত।
গত ২৪ ঘণ্টায় তোলপাড় সমাজমাধ্যমের পাতা। মাথা ভর্তি ধূসর চুল। ‘স্পাইক’ ধাঁচের ছাঁট। সাদা টি-শার্ট। শাহরুখ খানের একটাই ছবি ছড়িয়ে পড়েছে চারিদিকে। শোনা যাচ্ছে, এটাই নায়কের নতুন ছবি ‘কিং’-এর লুক। স্বাভাবিক ভাবে অভিনেতাকে এই অবতারে দেখে অনুরাগীদের কৌতূহল হয়েছে দ্বিগুণ। এত কাণ্ডের পর অবশেষে নায়কের টিমের তরফ থেকে এল বিশেষ বার্তা।
শাহরুখের ভক্তদের একটি পাতা আছে ইনস্টাগ্রামে। সেখানে লেখা হয়েছে, “সবাইকে অনুরোধ জানাচ্ছি, শাহরুখের কোনও নতুন ছবি দয়া করে ছড়িয়ে দেবেন না। একটু ধৈর্য ধরুন। উত্তেজনা ধরে রাখুন। নায়কের ‘ম্যাজিক’ আগে থেকে নষ্ট করে দেবেন না। শাহরুখ এবং তাঁর প্রযোজনা সংস্থার তরফে যত ক্ষণ না জানানো হচ্ছে।” এই লেখাটি নিজের সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছেন শাহরুখের আপ্তসহায়ক পূজা দদলানী। যদিও এই ছবি সত্যিই সেট থেকে তোলা নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে তৈরি, তা এখনই বোঝা যাচ্ছে না।
উল্লেখ্য, ২০২৩-এও অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবিতে একটি প্রবীণ চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখকে। ছবিতে দ্বৈত চরিত্র ছিল তাঁর। প্রবীণ চরিত্রের বেশেও মুগ্ধ হয়েছিল দর্শক। বক্স অফিসে ঝড় তুলেছিল সেই ছবি। আবারও কি প্রবীণ লুকেই ধরা দেবেন নায়ক? সেই প্রশ্ন রয়েই যায়। ‘কিং’ ছবির শুটিং করতে গিয়ে গুরুতর চোট পান শাহরুখ। তার পরেই হাতে হয়েছে বড় রকমের অস্ত্রোপচার। হাতে আর্ম স্লিং নিয়েই পুত্র আরিয়ান খানের আসন্ন সিরিজ়ের বিশেষ অনুষ্ঠানে দেখা গিয়েছিল শাহরুখকে।