New Movie

অনন্ত সিংহের জীবনী ছবিতে জিৎ, সঙ্গীত পরিচালনার দায়িত্বে আসছেন কোন সুরকার

অভিনেতা জিতের আগামী ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে শান্তনু মৈত্র। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক অনন্ত সিংহ, তাঁর জীবনী অবলম্বন করেই নতুন ছবি তৈরি করছেন পরিচালক পথিকৃৎ বসু।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৫ ০০:৪৫
Share:

অনন্ত সিংহের চরিত্রে অভিনয় করবেন জিৎ।

দু’বছর পর ফের বাংলা ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে শান্তনু মৈত্র। শেষ বার দেবের ‘প্রধান’ ছবিতে তাঁর সুরে মজেছিলেন শ্রোতা। এ বার অভিনেতা জিতের ছবিতে সঙ্গীতের দায়িত্ব সামলাবেন তিনি। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক অনন্ত সিংহ। তাঁর জীবনী অবলম্বনেই নতুন ছবি তৈরি করছেন পরিচালক পথিকৃৎ বসু। ছবির নাম ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। নতুন ছবি নিয়ে উত্তেজিত শিল্পী। শান্তনু বললেন, “প্রথম বার জিতের সঙ্গে কাজ করছি। খুবই উত্তেজিত আমি। স্বাধীনতা সংগ্রামী থেকে ব্যাঙ্ক ডাকাতি, সেখান থেকে চলচ্চিত্র প্রযোজক হয়ে ওঠা— অনন্ত সিংহের যে যাত্রা, তা পড়ে আমি মুগ্ধ।” একই সঙ্গে উত্তেজিত পরিচালকও। তিনি জানালেন, শান্তনুর কাজের দীর্ঘ দিনের অনুরাগী তিনি। শান্তনুর সঙ্গীত তাঁকে অনুপ্রাণিত করে। পথিকৃৎ বলেন, “এই ছবিতে শান্তনুদার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি, সেটা ভেবেই উত্তেজিত লাগছে।’’

Advertisement

‘প্রধান’ ছবির পর আবার বাংলা ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে শান্তনু।

কী ভাবে মাস্টারদা সূর্য সেনের ছত্রছায়ায়, তাঁর নির্দেশে ধীরে ধীরে স্বাধীনতা সংগ্রামে জড়িয়েছিলেন অনন্ত সিংহ, তা তুলে ধরা হবে এই ছবিতে। নন্দী মুভিজ এবং জিৎজ় ফিল্মস ওয়ার্কসের প্রযোজনায়, প্রদীপকুমার নন্দী ও জিতের পরিবেশনায় তৈরি হতে চলেছে এই ছবি। এই ছবিতে নায়কের বিপরীতে দেখা যাবে কোন অভিনেত্রীকে? তা এখনও জানা যায়নি। তবে টলিপাড়ার অন্দরের ফিসফাস, অনেক দিন পরে জিতের বিপরীতে দেখা যেতে পারে ঋতুপর্ণা সেনগুপ্তকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement