(বাঁ দিকে) শার্লি মোদক, মৃত্যুঞ্জয় ভট্টাচার্য (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
অভিষেক বসু এবং শার্লি মোদকের নতুন সংসার। তাঁদের বিয়ের কথা প্রকাশ্যে আসার পর নায়িকার প্রাক্তন প্রেমিককে নিয়ে আলোচনার শেষ নেই। মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে অনেক দিনের প্রেম ছিল অভিনেত্রীর। জলপাইগুড়ি থেকে তাঁদের প্রেম। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। শার্লির বিয়ের কথা প্রকাশ্যে আসার পর অনেক আলোচনাও হয়েছে। শার্লি আর মৃত্যুঞ্জয়ের পুরনো সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। নায়িকার প্রাক্তন প্রেমিক এ বার শুরু করতে চলেছেন নতুন কাজ। তিনি যদিও পেশায় ইঞ্জিনিয়ার। কিন্তু অভিনয় তাঁর ভালবাসা। আগেও তাঁকে ধারাবাহিকে অভিনয় করতে দেখেছেন দর্শক। ‘নিমফুলের মধু’ ধারাবাহিকে আহিরের চরিত্রে তাঁকে দেখেছিলেন দর্শক। এ বার আকাশ আট-এর নতুন ধারাবাহিকে দেখা যাবে মৃত্যুঞ্জয়কে। ‘খনার কাহিনি’ ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। ১৬ জুন থেকে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।
শার্লির বিয়ের পর তাঁকে নিয়ে যে পরিমাণ আলোচনা শুরু হয়েছিল তাতে খুবই বিরক্ত হয়েছিলেন মৃত্যুঞ্জয়। আনন্দবাজার ডট কমকে তিনি বলেছিলেন, “অনেকেই আমায় জিজ্ঞেস করছেন আমি ঠিক আছি কি না। কেন খারাপ থাকব এটাই বুঝতে পারছি না। আর সে এখন অন্য কারও স্ত্রী। আর আমার সঙ্গে নাম জড়ানোর কোনও মানেই নেই।” নিজের ফেসবুকে লিখেছেন মৃত্যুঞ্জয়, ‘সবার কাছে একটাই অনুরোধ, যারা ভাল থাকতে চাইছে তাদের ভাল থাকতে দিন, সে যে ভাবেই হোক। আমি খুব ভাল আছি। আমায় নিয়ে ভাবার জন্য ধন্যবাদ।’
তবে শার্লির সঙ্গে বিচ্ছেদের পর মৃত্যুঞ্জয় কি নতুন কোনও সম্পর্কে জড়িয়েছেন? তা নিয়ে কোনও উত্তর দিতে চাননি তিনি।