Shefali Jariwala Death

বাংলাদেশ থেকে ফেরার পথে বিমানে দেখা প্রথম স্বামী হরমিতের সঙ্গে! শেষ বার কী বলেন শেফালী?

শেফালীর অকালপ্রয়াণে ভারাক্রান্ত হরমিতের মন। বার বার মনে পড়ছে প্রাক্তন স্ত্রীর সঙ্গে শেষ সাক্ষাৎ। কী কথা হয় দু’জনের?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৫ ১৩:২৫
Share:

হরমিতে সঙ্গে শেষ বারের মতো কী কথা হয় শেফালির? ছবি: সংগৃহীত।

অভিনেত্রী শেফালী জরীওয়ালার আকস্মিক মৃত্যু যেন মানতে পারছেন না ঘনিষ্ঠেরা। আকস্মিক হৃদ্‌রোগ, না কি রক্তচাপ কমে গিয়ে এমন ঘটনা ঘটল, তা নিয়ে কাটাছেঁড়া চলছে। ‘কাঁটা লগা’ গানের জনপ্রিয় নৃত্যশিল্পীর জীবন যে এ ভাবে শেষ হতে পারে, তা যেমন তাঁর অনুরাগীরা মানতে পারছেন না, তেমনই শোকে ভেঙে পড়েছেন তাঁর স্বামী পরাগ ত্যাগীও। মন ভাল নেই শেফালীর প্রাক্তন স্বামী হরমিত সিংহেরও। অভিনেত্রীর মৃত্যুর খবরে আগেই শোকপ্রকাশ করেছেন তিনি। শেফালীর বাবা-মা এবং বর্তমান স্বামীর প্রতি সমবেদনা জানিয়েছেন। ভারাক্রান্ত হরমিতের মন। বার বার মনে পড়ছে শেফালীর সঙ্গে শেষ সাক্ষাৎ। কী কথা হয় দু’জনের?

Advertisement

বছর দুয়েক আগের কথা, বাংলাদেশ থেকে একটি অনুষ্ঠান করে ফিরছিলেন তিনি। সেই সময় দেখা হয় শেফালী ও হরমিতের। তাঁদের সঙ্গে ছিলেন সানি লিওনি। বিমানে শেফালীর পাশে বসেন হরমিত। দীর্ঘ ক্ষণ কথা হয়। হরমিত বলেন, “সেদিন ঘণ্টার পর ঘণ্টা কথা হয়। সম্পর্ক ভেঙে গেলেও একটি বিশেষ সম্পর্ক ছিল আমাদের। কোথাও কোনও অনুষ্ঠানে বা পার্টিতে দেখা হলে, আমাদের ভাল ভাবেই কথা হত। সৌজন্যের সম্পর্ক ছিল আমাদের।”

সঙ্গীত প্রযোজক হরমিত সিংহের সঙ্গে ২০০৪ সালে গাঁটছড়া বেঁধেছিলেন শেফালী। মাত্র পাঁচ বছরেই তিক্ত হয়ে যায় সেই সম্পর্ক। বিচ্ছেদের পূর্বে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলেন শেফালী। এমনকি হরমিত তাঁর টাকা হাতিয়ে নিয়েছেন বলেও জানিয়েছিলেন প্রয়াত অভিনেত্রী। পরবর্তী কালে বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে অসুখী দাম্পত্যের কথাও জানান শেফালী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement