Sherlyn Chopra

অস্ত্রোপচারের মাধ্যমে নকল স্তন সরিয়েছেন শার্লিন, এ বার কোন ভুলের কথা জানালেন তিনি?

সিলিকন দিয়ে অস্ত্রোপচার করায় শুরু হয় বুকে, পিঠে, কাঁধে যন্ত্রণা। যদিও ফের অস্ত্রোপচার করে তা সরিয়ে দিতেই স্বস্তি ফেরে শার্লিনের। নিজের কোন ভুলের কথা স্বীকার করলেন তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১৯:২৮
Share:

নিজের কোন ভুলের কথা স্বীকার করলেন শার্লিন? ছবি: সংগৃহীত।

সম্প্রতি বুকের ‘বোঝা’ নামিয়েছেন শার্লিন চোপড়া। এক সময় নিজেকে আরও বেশি সুন্দরী ও লাস্যময় করে তুলতে কৃত্রিম ভাবে স্তনের আকার বাড়িয়েছিলেন। তার ফলেই শুরু হয় সমস্যা। শরীরের ওজনের তুলনায় সামঞ্জস্যহীন বেশি ওজনের সিলিকন দিয়ে অস্ত্রোপচার করায় শুরু হয় বুকে, পিঠে, কাঁধে যন্ত্রণা। যদিও ফের অস্ত্রোপচার করে তা বার করে দিতেই স্বস্তি ফেরে শার্লিনের। নিজের কোন ভুলের কথা স্বীকার করলেন তিনি?

Advertisement

গত কয়েকদিন ধরেই স্তনযুগল অত্যধিক ভারী মনে হতে থাকে শার্লিনের। তার পরেই ফের অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন। শার্লিন বলেন, ‘‘গত কয়েকদিন ধরে পিঠ, ঘাড়, বুকে ও কাঁধে প্রচণ্ড ব্যথা হচ্ছে। সেই সঙ্গে, আমার স্তনে ভার বোধ হচ্ছিল। বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করার পরে আমি জানতে পারি যে, এই ব্যথার আসল কারণ আমার ভারী স্তনযুগল। তাই নিজের স্বাস্থ্যের কথা মাথায় রেখে, আমি ‘ইমপ্লান্ট’ সরিয়ে দিই।’’

তার ক’দিন পর একটু সুস্থ হতেই এক সাক্ষাৎকারে শার্লিন জানান, তিনি ভুল করেছেন। তাঁর শরীরে ওজনের তুলনায় সামঞ্জস্যহীন ভাবে নকল স্তনের অস্ত্রোপচারের সিদ্ধান্ত ভুল ছিল। শার্লিনের কথায়, ‘‘আমার এত সুন্দর স্তন থাকতেও কেন যে করিয়েছিলাম। আসলে আমার মতো অনেকেই ভাবেন, স্তনের আকার বড় হলেই লাস্যময়ী দেখতে লাগে। সেটা একেবারেই ভুল ধারণা। আর নকল কোনও কিছুই কাউকে সুন্দরে করতে পারে না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement