shilpa shetty birthday celebration

পৃথিবীর বাইরে নয়, পঞ্চাশ বছরের জন্মদিনে ইউরোপে গিয়েই বিপত্তি! কী কাণ্ড করে মুখ পোড়ালেন শিল্পা?

শিল্পার জন্মদিনে বিশেষ আয়োজন করা হয় ইউরোপে। সেখানেই গিয়ে এমন এক কাণ্ড ঘটিয়ে বসলেন অভিনেত্রী, সমালোচনার ঝড় নেটপাড়ায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ১৪:১৩
Share:

শিল্পা কী কাণ্ড ঘটালেন? ছবি: সংগৃহীত।

স্ত্রীকে পৃথিবীর বাইরে নিয়ে গিয়ে দেবেন বিশেষ উপহার, এমনই জানিয়েছিলেন রাজ কুন্দ্র। কিন্তু অত দূর যেতে পারলেন না। ইউরোপ অবধি গিয়েই বিপত্তি বাঁধিয়ে বসলেন অভিনেত্রী শিল্পা শেট্টি।

Advertisement

সদ্য পঞ্চাশে পা দিয়েছেন শিল্পা। স্বামী রাজ কুন্দ্র, দুই ছেলে-মেয়ে, মা এবং বোন শমিতা শেট্টিকে নিয়ে ক্রোয়েশিয়া গিয়েছিলেন তিনি। জন্মদিন উপলক্ষ্যে এলাহি আয়োজন করেন রাজ। সেই অনুষ্ঠানেই এমন এক কাণ্ড ঘটিয়ে বসলেন তাঁরা, যাতে সমালোচনার ঝড় নেটপাড়ায়।

সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একজন বিদেশিনীর সঙ্গে চিৎকার করে কথা বলছেন শিল্পা ও রাজ। খানিক বিরক্ত হয়ে ওই বিদেশিনী বলেন, “আস্তে কথা বলুন।” কিন্তু রাজ কিংবা শিল্পা কেউই তাঁর কথায় কান দেননি।

Advertisement

ভিডিয়ো ভাইরাল হতেই নেটাগরিকেরা তাঁদের মানসিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন। কেউ আবার রাজের অতীত তুলে বলেন, “এর জেলেই থাকা উচিত ছিল।” সমাজমাধ্যম জুড়ে যখন রাজ-শিল্পাকে নিয়ে ছিছিক্কার সেই সময় রাজ বললেন, “আমার স্ত্রীর জন্মদিন উদযাপনের জন্য আমি এক বছর আগে থেকেই এই রেস্তরাঁটি ভাড়া করেছিলাম। দুর্ভাগ্যবশত, পৌঁছানোর পর, আমাদের জানানো হয় যে আমাদের টেবিলটি অন্য একটি দলকে দেওয়া হয়েছে। এজেন্টের নাকি ‘ডাবল বুকিং’ করেছেন। কর্তৃপক্ষের কোনও দায় নেই বলে দাবি করেছে রেস্তোরাঁ।”

রাজ ও শিল্পার নিজের রেস্তরাঁ রয়েছে মুম্বইয়ে। তাই পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে নিজেদের আক্ষেপ প্রকাশ করে বলেন, “একজন রেস্তোরাঁ পরিচালনাকারী হিসেবে, এই ধরনের পরিস্থিতি আমার কাছে অত্যন্ত হতাশাজনক মনে হয়েছে। বিশেষ করে যখন আমার বৃদ্ধ বাবা-মা, শাশুড়ি এবং ২০ জন অতিথি অপেক্ষায় ছিলেন। সেই সন্ধ্যায় একটি বিশেষ আয়োজনের কথা ছিল। আমরা যখন উদ্বিগ্ন, তখনই হঠাৎ আমাদের বলা হয় চুপ করে থাকতে। তাতে আমাদের ক্ষোভ আরও বেড়ে যায়।” এক বছর ধরে পরিকল্পনার পর এমন একটি পরিস্থিতির মুখে পড়ে হতাশ শেট্টি পরিবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement