Karisma Kapoor-Abhishek Bachchan Breakup

অভিষেকের সঙ্গে করিশ্মার বিচ্ছেদ, কঠিন সময় কী ভাবে সাহায্য করেছিলেন শ্বেতা বচ্চনের শাশুড়ি?

ঠিক কী কারণে অভিষেকের সঙ্গে এত বছরের সম্পর্ক ভেঙেছিল করিশ্মার, সে বিষয়ে মুখ খোলেননি কপূর কিংবা বচ্চনদের কেউই।

Advertisement
শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ১৭:১৫
Share:

(বাঁ দিকে) অভিষেক বচ্চন, করিশ্মা কপূর। ছবি: সংগৃহীত।

গত ১২ জুন প্রয়াত হয়েছেন করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপূর। তার পর থেকেই করিশ্মাকে ঘিরে একের পর এক ঘটনা উঠে আসছে। সঞ্জয়ের সঙ্গে করিশ্মার বিয়ে হয়েছিল ২০০৩ সালে। তার আগের বছর অর্থাৎ ২০০২-এ অভিষেক বচ্চনের সঙ্গে বাগ্‌‌‌‌দান সেরেছিলেন তিনি। দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে থাকার পরে বিয়ের কথা ভাবছিলেন তাঁরা। সম্পন্ন হয় বাগ্‌‌‌‌দান। কিন্তু তার পরেও সম্পর্ক ভেঙে যায় তারকা-যুগলের। এই ঘটনায় ভেঙে পড়েছিলেন করিশ্মা। ঠিক কী কারণে অভিষেকের সঙ্গে এত বছরের সম্পর্ক ভেঙেছিল, তা নিয়ে মুখ খোলেননি কপূর কিংবা বচ্চনদের কেউই।

Advertisement

শোনা যায়, বাগ্‌দান ভাঙার পর অমিতাভ-জয়ার কন্যা শ্বেতা বচ্চনের শাশুড়ি খুব সাহায্য করেছিলেন করিশ্মাকে। সেই সময় করিশ্মা ও অভিষেকের বিচ্ছেদ নিয়ে বিস্তর জল্পনা চলছিল। যদিও সংবাদমাধ্যকে ধন্যবাদ জানিয়ে পুরনো এক সাক্ষাৎকারে করিশ্মা বলেন, ‘‘আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমাকে ওই সময় একা ছেড়ে দেওয়ার জন্যে। আমি এই বিষয়টা নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। আমি ওই অসহ্য যন্ত্রণা থেকে বেরোতে পারতাম না যদি না আমার পাশে মা-বাবা, ঠাকুরমা ও দুই পিসি রিমা জৈন ও রিতু নন্দ থাকতেন।’’

রিতু নন্দের ছেলের সঙ্গে বিয়ে হয়ে অভিষেকের দিদি শ্বেতা বচ্চনের। সেই অর্থে বচ্চন ও কপূররা আত্মীয়। করিশ্মার সঙ্গে অভিষেকের সম্পর্ক ভাঙার প্রভাবও পড়েছিল তাঁদের আত্মীয়তা। তবে সময়ের সঙ্গে সেই ক্ষতে প্রলেপ পড়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement