Jennifer Lopez

নিজের ছবিতেই অধিকার নেই জেনিফার লোপেজ়ের! অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের হল মামলা

নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন লোপেজ় মাস পাঁচেক আগে। মোট চারটি ছবি। অনুসরণকারীরা মুগ্ধ হয়েছিলেন তাঁর শুভ্র সাজে। কিন্তু সেই সাজ আর ছবিই ফিরে এল বিপত্তি হয়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ১৪:৫৬
Share:

এর আগেও দু’বার ছবি নিয়ে আইনি ঝামেলায় জড়িয়েছিলেন জেনিফার লোপেজ়। ছবি: সংগৃহীত।

সেজেগুজে গিয়েছিলেন হলিউডের এক পার্টিতে। পরনে সাদা রেশমি পোশাক। তার উপর চাপিয়ে নিয়েছিলেন সাদা ওভার সাইজ়ড ফার কোট। কানে ঝলমল করছিল হিরে। আর তাতেই তাঁর সৌন্দর্য অপার্থিব। তিনি জেনিফার লোপেজ়। ৫৫ বছর বয়সের তণ্বী আজও দোলা দেন ভক্ত হৃদয়ে।

Advertisement

কিন্তু গোলমাল বাধল অন্যত্র। নিজের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন লোপেজ় মাস পাঁচেক আগে। মোট চারটি ছবি। অনুসরণকারীরা মুগ্ধ হয়েছিলেন তাঁর শুভ্র সাজে। কিন্তু সেই সাজ আর ছবিই ফিরে এল বিপত্তি হয়ে। অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের হল ১৫০ হাজার ডলারের মামলা।

জানা গিয়েছে, চিত্রগ্রাহক এডউইন ব্ল্যাঙ্কো এবং তাঁর সংস্থা ‘ব্যাকগ্রিড’-এর তরফে বিরাট অঙ্কের এই আর্থিক ক্ষতি সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে গায়িকা-অভিনেত্রীর বিরুদ্ধে। জানা গিয়েছে, গত জানুয়ারি মাসে দু’টি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই তাঁর ছবি তুলেছিলেন এডউইন। তারই কয়েকটি ছবি, সে সময় নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভাগ করে নেন জেনিফার। ক্যাপশনে লেখেন, “জি জি উইকেন্ড গ্ল্যামর” (সপ্তাহান্তিক চটক)।

Advertisement

এডউইন ও তাঁর সংস্থার অভিযোগ, অভিনেত্রী তাঁদের অনুমতি ছাড়া এই ছবি ব্যবহার করে নিজের প্রচার সেরেছেন। শুধু তা-ই নয়,সুযোগ বুঝে তিনি তাঁর পোশাক ও গয়না নির্মাতাসংস্থার প্রচারও সেরে নিয়েছেন। এই ছবি বহু বার ভাগ করেছেন তাঁর অনুরাগী এবং বিভিন্ন ফ্যাশন ওয়েবসাইট।

অভিযোগকারীর দাবি, “শ্রীমতি লোপেজ় অনুমতি ছাড়াই বাণিজ্যিক ভাবে এই ছবি ব্যবহার করেছেন, বলা ভাল আত্মপ্রচার সেরেছেন। ওই অনুষ্ঠান থেকে সর্বোচ্চ জনপ্রিয়তা অর্জন করে পোশাক এবং গহনানির্মাতাকে সুবিধা পাইয়ে দিয়েছেন।”

তবে এই প্রথম নয়। অনুমতি ছাড়া ছবি ব্যবহার করে এর আগেও লোপেজ় বিবাদে জড়িয়েছেন। ২০১৯ ও ২০২০ সালেও এমন ঘটনার কথা জানাজানি হয়েছিল। ডুয়া লিপা, গিগি হাদিদ এবং ক্লোয়ি কার্দাশিয়ানের বিরুদ্ধেও এমন মামলা হয়েছে।

তবে এ বার লোপেজ়ের তরফে কোনও বক্তব্য এখনও জানা যায়নি। শোনা গিয়েছে, ‘ব্যাকগ্রিড’-এর তরফে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যাতে ওই ছবির জন্য তারা চুক্তি করতে পারে এবং বুঝে নেওয়া যায় পাওনাগন্ডা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement