Arijit Singh

মাত্র ৪০ টাকায় এলাহি আয়োজন! আরও এক বার অনুরাগীদের মুগ্ধ করলেন অরিজিৎ সিংহ

মুর্শিদাবাদের জিয়াগঞ্জে বড় হওয়া অরিজিতের। বিশ্ববিখ্যাত হয়ে গেলেও নিজের মাটি ছাড়েননি গায়ক। বরং বিশ্বমঞ্চে অরিজিতের জন্যই জিয়াগঞ্জকে নতুন করে চিনছে মানুষ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ১৮:৫২
Share:

ফের মুগ্ধ করলেন অরিজিৎ। ছবি: সংগৃহীত।

অরিজিৎ সিংহের নামের আগে আলাদা করে কোনও বিশেষণের প্রয়োজন হয় না। এমনই মনে করেন তাঁর অনুরাগীরা। তবে শুধু গায়ক অরিজিৎ সিংহ নয়। ব্যক্তি অরিজিৎ সিংহেরও অনুরাগী অসংখ্য। সম্প্রতি সাধারণ মানুষের কথা ভেবে এক বড় উদ্যোগ দেখা গেল গায়কের। তাঁর রেস্তরাঁয় এ বার মাত্র ৪০ টাকায় মিলবে নানা পদের থালি।

Advertisement

মুর্শিদাবাদের জিয়াগঞ্জে বড় হওয়া অরিজিতের। বিশ্ববিখ্যাত হয়ে গেলেও নিজের মাটি ছাড়েননি গায়ক। বরং বিশ্বমঞ্চে অরিজিতের জন্যই জিয়াগঞ্জকে নতুন করে চিনছে মানুষ। নিজের এলাকায় ‘হেঁসেল’ নামে একটি রেস্তরাঁ খুলেছেন অরিজিৎ। সেখানে নাকি মাত্র ৪০ টাকায় পেট ভরে খাওয়াদাওয়া করা যায়। অরিজিতের রেস্তরাঁর মূল লক্ষ্যই হল বাড়ির ধাঁচে রান্না পরিবেশন করা। বিভিন্ন শ্রেণির মানুষ এই রেস্তরাঁয় খেতে আসেন বলে জানা গিয়েছে। তবে শোনা যায়, এই ৪০ টাকার থালির আয়োজন মূলত এলাকার ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই। নিজের রেস্তরাঁ নিয়ে কখনও মুখ খোলেননি গায়ক।

রেস্তরাঁর সমস্ত কিছু হয় অরিজিতের বাবা গুরুদয়াল সিংহের তত্ত্বাবধানে। অরিজিতের বাড়ির খুব কাছেই রয়েছে এই রেস্তরাঁটি।

Advertisement

উল্লেখ্য, খুব শীঘ্রই অরিজিতের একাধিক কাজ প্রকাশ্যে আসছে। তার মধ্যে অন্যতম হল ‘মেট্রো ইন দিনো’ ছবির গান। তা ছাড়া, খুব শীঘ্রই নিজের ইউরোপ সফর শুরু করবেন গায়ক। ব্রিটেনের ঐতিহ্যবাহী টোটেনহাম হটস্পার স্টেডিয়ামে গাইবেন তিনি। এর আগে ২০২৪ সালে ব্রিটেনে অনুষ্ঠান করতে যান, সেই সময় অরিজিতের সঙ্গে যুগলবন্দি করেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। ইতিমধ্যেই অরিজিৎ ও এড শিরানের একটি গান নিয়ে চর্চা প্রবল। জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে এসে এই গানের শুটিং করেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement