Valentine’s Day 2025

প্রেম দিবসে স্ত্রী চৈতালি হাসপাতালে! ‘সুখে দুঃখে বিপদে পরস্পরের সঙ্গে আছি’, লিখলেন রূপঙ্কর

অন্য রকম প্রেম দিবস কাটছে গায়ক রূপঙ্কর বাগচীর। শিল্পীর স্ত্রী চৈতালি লাহিড়ী হাসপাতালে ভর্তি রয়েছেন। কী হয়েছে তাঁর?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৭
Share:

হাসপাতালে স্ত্রী চৈতালির সঙ্গে রূপঙ্কর। ছবি: ফেসবুক।

প্রেম দিবসে মন ভাল নেই গায়ক রূপঙ্কর বাগচীর। কারণ, অভিনেত্রীর স্ত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন। কী হয়েছে তাঁর?

Advertisement

শুক্রবার সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন রূপঙ্কর। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন রূপঙ্করের স্ত্রী চৈতালি লাহিড়ী। স্ত্রীর সামনে দাঁড়িয়ে রয়েছেন রূপঙ্কর। ছবির সঙ্গে শিল্পী ক্যাপশনে লিখেছেন, ‘‘সুখে দুঃখে বিপদে সম্পদে পরস্পরের সঙ্গে আছি ছিলাম ও থাকব। শুভ প্রেম দিবস।’’

কী হয়েছে চৈতালির? প্রশ্নের উত্তর পেতে আনন্দবাজার অনলাইনের তরফে রূপঙ্করের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানিয়েছেন, চৈতালি কোলনের সংক্রমণে আক্রান্ত হয়েছেন। তাঁকে ভর্তি করানো হয়েছে সল্টলেকের একটি হাসপাতালে। রূপঙ্কর বললেন, ‘‘গত পরশু ওকে ভর্তি করানো হয়েছে। ওষুধপত্র চলছে। এখন আগের থেকে অনেকটাই ভাল রয়েছে চৈতালি।’’ শিল্পীর আশা, আগামী সোমবার চিকিৎসকেরা তাঁর স্ত্রীকে বাড়ি ফেরার অনুমতি দিতে পারেন। সমাজমাধ্যমে রূপঙ্করের পোস্টে অনুরাগীদের অনেকেই চৈতালির দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Advertisement

২ ডিসেম্বর রূপঙ্করের জন্মদিন। গত বছর সেই দিনটাও শিল্পীর হাসপাতালেই কাটে। কারণ, সেই সময়েও চৈতালি হাসপাতালে ভর্তি ছিলেন। সে বার মুত্রনালির সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন চৈতালি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement