(বাঁ দিকে) স্মৃতি মন্ধানা, (ডান দিকে) পলাশ মুচ্ছল। ছবি: সংগৃহীত।
চলতি মাসেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ক্রিকেটতারকা স্মৃতি মন্ধানা। ক্রীড়াজগতের মানুষ নন, স্মৃতি বেছে নিয়েছেন বিনোদনদুনিয়ার মানুষকে। স্মৃতির হবু স্বামী হলেন পলাশ মুচ্ছল। শাস্ত্রীয় সঙ্গীতের তালিম রয়েছে পলাশের। বর্তমানে হিন্দি সিনেমায় সুরকার ও পরিচালকের কাজ করেন।
স্মৃতি এই মুহূর্তে ভারতের অন্যতম ধনী ক্রিকেটতারকা। বিসিসিআইয়ের স্মৃতির সঙ্গে চুক্তিপত্র রয়েছে, তাতে তিনি বাৎসরিক ৫০ লাখ টাকা পান। এ ছাড়াও টেস্ট ক্রিকেট খেলার জন্য ম্যাচপ্রতি পান ১৫ লক্ষ টাকা। ‘ওয়ান ডে’ অর্থাৎ একদিনের খেলায় ম্যাচপ্রতি ৬ লক্ষ টাকা পান। এ ছাড়াও ‘উইমেন্স প্রিমিয়ার লিগ’-এ তিনি বেঙ্গালুরুর হয়ে খেলেন। সেখানে তাঁর দর ওঠে ৩.৪ কোটি টাকা। এ ছাড়াও বিভিন্ন বিজ্ঞাপনের জন্য তাঁর পারিশ্রমিক ঘোরাফেরা করে ৫০ থেকে ৭০ লক্ষ টাকার মধ্যে। সব মিলিয়ে তাঁর বার্ষিক আয়ের পরিমাণ প্রায় ৩৫ কোটির কাছাকাছি। মোট সম্পত্তির হিসাব করলে সেই পরিমাণ আরও বেশি।
অন্য দিকে পলাশ ‘তেরে বিন্ লাদেন’, ‘সুইটি ওয়েড্স এনআরআই’ ছবিতে সুর করেছেন। এ ছাড়াও অরিজিৎ সিংহ ও তাঁর বোন পলকের গাওয়া ‘তু হ্যায় আশিকি’ গানের সুরকার তিনি। তবে সুরকার হওয়ার আগে অভিনেতা হওয়ার চেষ্টা করেছিলেন পলাশ। কিন্তু সাফল্য পাননি। যদিও ‘কাম চালু হ্যায়’ নামক একটি ছবির পরিচালনা করেছেন তিনি। সাকুল্য পলাশের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪০ কোটি টাকার।