হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন সোহেল খান। ছবি: সংগৃহীত।
বছরখানেক আগে রাস্তায় অনিয়ন্ত্রিত ভাবে গাড়ি চালানোর দায়ে বিস্তর আইনি ঝামেলা পোহাতে হয়েছিল সলমন খানকে। এ বার ফের বাইক চালিয়ে নিয়ম ভাঙলেন সলমনের ছোট ভাই সোহেল খান। সম্প্রতি মুম্বইয়ের বান্দ্রা এলাকায় তাঁকে দেখা যায় বাইক চালিয়ে ঘুরে বেড়াতে। কিন্তু মাথায় নেই হেলমেট। সমাজমাধ্যমে ভিডিয়ো ছড়াতেই হেলমেট না পরার পক্ষে যুক্তি দিলেন সোহেল।
প্রায় ১৭ লক্ষ টাকার বাইকে চেপে ঘুরছেন অভিনেতা। কিন্তু একটা হেলমেট কিনতে পারেননি? সোহেলের ভিডিয়ো দেখে নেটাগরিকদের একটা বড় অংশ এই প্রশ্নই তুলেছেন। এই প্রসঙ্গে সোহেল বলেন, ‘‘আমার অসম্ভব দমবন্ধ হয়ে আসে, সেই কারণে হেলমেট পরি না।’’ যদিও সোহেল হেলমেট না পরাকে উৎসাহ দিচ্ছেন, এমনটা নয়। কেবল নিজে হেলমেট কেন পরতে পারেন না, সে কথা জানিয়েছেন।
যদিও ভিডিয়ো ছড়িয়ে পড়তে কটাক্ষের মুখে পড়ে ক্ষমা চেয়ে নিয়ে সোহেল লেখেন, ‘‘প্রথমেই বলে রাখি, যা ঘটেছে তার অজুহাত দিচ্ছি না। আমি মাঝেমাঝে হেলমেট পরি না, কারণ নিঃশ্বাস নিতে সমস্যা হয়। আমি বাইক চালাতে ভালবাসি, এটা নেশার মতো। সেই কারণে আমি মূলত রাতের দিকেই বাইক চালাই। যখন রাস্তাঘাটে লোকজন কম থাকে। তা ছাড়া আমি যখন বাইক চালাই, আমার গাড়ি পিছনেই থাকে, নজর রাখে। আমি নিয়ন্ত্রিত গতিবেগেই বাইক চালাই।’’
তবে অভিনেতা আশ্বাস দিয়েছেন, তাঁর এই অস্বস্তি তিনি দ্রুত কাটিয়ে উঠবেন এবং ভবিষ্যতে হেলমেট পরার চেষ্টা করবেন। একই সঙ্গে বাইক চালকদের প্রশংসা করেছেন তিনি, যাঁরা শত অস্বস্তিতেও হেলমেট পরেই বাইক চালান। সোহেলের কথায়, ‘‘ভবিষ্যতে চেষ্টা করব সব নিয়ম মেনেই গাড়ি চালানোর। এই ঘটনার জন্য আন্তরিক ভাবে দুঃখিত।’’