কুইজ মাস্টার হতে চান

নিজেকে সবসময় ভাঙতে চান সোনাক্ষী সিংহ। ‘দবং টু’-এর মতো বাণিজ্যিক ছবির পাশাপাশি ‘লুটেরা’-ও করেছেন। শুধু তাই নয়, সিনেমার ব্যস্ত শ্যুটিং শিডিউলের মধ্যেও কাজ করছেন ছোট পরদায়।

Advertisement
শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৭ ০০:০০
Share:

নিজেকে সবসময় ভাঙতে চান সোনাক্ষী সিংহ। ‘দবং টু’-এর মতো বাণিজ্যিক ছবির পাশাপাশি ‘লুটেরা’-ও করেছেন। শুধু তাই নয়, সিনেমার ব্যস্ত শ্যুটিং শিডিউলের মধ্যেও কাজ করছেন ছোট পর্দায়। বিচারকের দায়িত্ব নিয়েছেন ‘নাচ বলিয়ে’ টিভি শোয়ের। সোনাক্ষী জানিয়েছেন, নাচতে তাঁর ভালই লাগে। তাই এমন একটা প্রজেক্ট পেয়ে সঙ্গে-সঙ্গে রাজি হয়ে গিয়েছেন। কিন্তু শুধু একটা শোয়েই আটকে থাকতে চান না শত্রুঘ্ন-কন্যা। ‘‘আমি মনে করি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অসাধারণ একটা শো। ওখানে কুইজ মাস্টার হতে পারলে খুশি হব। কোনও স্টান্ট শোয়ের হোস্ট হতে পারলেও ভাল লাগবে,’’ বলেছেন সোনাক্ষী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement