Sourav Ganguly

বাংলায় ‘মিশন মঙ্গল’-এর প্রোমো করলেন অক্ষয়, উচ্ছ্বসিত প্রশংসা সৌরভের

সেই ভিডিয়োতে বাংলায় কবিতা বলতে শোনা গেল বলিউডের এই অভিনেতাকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৯ ১৬:০৮
Share:

অক্ষয় কুমার ও সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবি টুইটার থেকে সংগৃহীত।

স্বাধীনতা দিবসে দেশের বিভিন্ন প্রান্তের সিনেমা হলে আছড়ে পড়বে ‘মিশন মঙ্গল’। মুক্তির আগে সেই ছবি নিয়ে প্রচারের জন্য শুক্রবার নিজের ফেসবুক পেজে একটি ভিডিয়ো প্রকাশ করেছেন অক্ষয় কুমার। সেই ভিডিয়োতে বাংলায় কবিতা বলতে শোনা গেল বলিউডের এই অভিনেতাকে।

Advertisement

সেই ভিডিয়ো শেয়ার করে তিনি লিখেছেন, ‘বিজ্ঞানের ভাষা সর্বজনীন। এর কোনও ধর্ম, বর্ণ, লিঙ্গ ও সীমানা নেই।’ তার পর বাংলায় তিনি আবৃত্তি করছেন ‘ইয়ে সিন্দুর’। সঙ্গে অক্ষয় লিখেছেন, ‘উচ্চারণে কোনও ভুল হলে ক্ষমা করে দেবেন।’ আর এই ভিডিয়ো আপলোড করার পরই ভাইরাল হয়েছে।

টুইটারে অক্ষয়ের বাংলা শুনে চমকে গিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। অক্ষয়ের প্রশংসা করার পাশাপাশি তিনি ‘মিশন মঙ্গল’-এর সদস্যদের অভিনন্দনও জানিয়েছেন। তবে শুধু বাংলাতেই নয়। মিশন মঙ্গল প্রচারের এই বিশেষ ভিডিয়ো প্রকাশিত হয়েছে গুজরাতি, মরাঠি, পঞ্জাবিতেও।

Advertisement

আরও পড়ুন: আজকের বলিউড তারকাদের সন্তানরা কোন স্কুল কলেজের পড়ুয়া ছিল জানেন?

আরও পড়ুন: নেট দুনিয়ার সেনসেশন এই মেয়ের পরিচয় জানলে চমকে যাবেন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement