দীপিকা পাডুকোনের মতো দেখতে এই অভিনেত্রী কে?

এই অভিনেত্রী কে বলুন তো? এক ঝলক দেখলে আপনিও মনে করবেন দীপিকা পাডুকোন। তবে বলিউডের নয়, ইনি দক্ষিণের দীপিকা। চেহারায় মিল থাকলেও এই অভিনেত্রী কিন্তু বারে বারেই জড়িয়েছেন নানা বিতর্কে। পেয়েছেন খুনের হুমকিও। কে ইনি?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৭ ০৯:১৭
Share:
০১ ০৭

দক্ষিণী সিনেমায় খুব জনপ্রিয় এই অভিনেত্রীর নাম অমলা পল। অবিকল না হলেও মুখ ও চেহারার আদলে অনেকটাই মিল রয়েছে দীপিকার সঙ্গে। তাই দক্ষিণী দীপিকা নামে অমলার খ্যাতি রয়েছে।

০২ ০৭

মডেলিংকে পেশা হিসেবে নিলেও ২০০৯ সালে সিনেমায় প্রথম হাতেখড়ি হয় তাঁর। প্রথম মালয়ালম ছবি ‘নীলথামারা’-তে সবার নজর কাড়েন অমলা। একে একে তালিম, মালয়ালম, কন্নড়— বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করেছেন। ইতিমধ্যেই ৩০টি ছবিতে অভিনয় করে ফেলেছেন অমলা।

Advertisement
০৩ ০৭

সাত বছরের অভিনয় জীবনে এক গুচ্ছ পুরস্কার রয়েছে অমলার ঝুলিতে। ২০১১ সালে সেরা তামিল অভিনেত্রী পুরস্কারের পাশাপাশি জিতে নেন দক্ষিণের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। ২০১৩ সালে সেরা মালয়ালম অভিনেত্রীর পুরস্কার ঝুলিতে পুরে ফেলেন অমলা। তা ছাড়াও ‘থালাইভা’ ছবিতে ‘ফেভারিট হিরোইন’ হিসেবে জিতেছেন ‘বিজয় অ্যাওয়ার্ড’।

০৪ ০৭

সেরা অভিনেত্রী হিসেবে নজর কাড়লেও অমলাকে নিয়ে বিতর্কও কম হয়নি। কখনও ব্যক্তিগত জীবনে আবার কখনও সিনেমার চরিত্রের জন্য বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই তামিল অভিনেত্রী।

০৫ ০৭

২০১১ সালে তামিল থ্রিলার ছবি ‘সিন্ধু সামাভেলি’-তে একটি বিতর্কিত চরিত্রে অভিনয়ের জন্য সংবাদের শিরোনামে উঠে আসেন অমলা। ছবিটিতে দেখানো হয় নিজের শ্বশুরের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত গল্পের নায়িকা ‘আনাকা’ ওরফে অমলা।

০৬ ০৭

‘আনাকা’ চরিত্রে অভিনয়ের জন্য তুমুল সমালোচনা হয় অমলার। তামিল সংস্কৃতির বিরোধী বলে ‘সিন্ধু সামাভেলি’ সিনেমাটি নিয়েও বিতর্কের ঝড় ওঠে। অভিনেত্রীকে খুনের হুমকি দেওয়া হয়।

০৭ ০৭

এই বার ভাল করে দেখুন তো? অমলাকে কি সত্যই দীপিকার মতো দেখতে? আপনার কী মত?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement