Ahona Dutta

চার মাসের মেয়েকে বাড়িতে রেখেই ধারাবাহিকে ফিরছেন অহনা! আলোচনা উঠতেই কী জবাব অভিনেত্রীর?

অভিনেত্রী অহনা দত্তকে নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। মেয়ের সঙ্গে তাঁর নানা মুহূর্তের ছবি দেখা যায় সমাজমাধ্যমে। শোনা যাচ্ছে, শীঘ্রই ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৮:৫৬
Share:

সত্যিই কি ধারাবাহিকে ফিরছেন অহনা দত্ত? ছবি: সংগৃহীত।

মেয়ে হওয়ার কয়েক মাস কাটতে না কাটতেই ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী অহনা দত্ত! শোনা যাচ্ছিল, ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে আবার দেখা যাবে মিশকাকে। এই চরিত্রের মাধ্যমেই অভিনয়জীবনে হাতেখড়ি হয় অহনার। তার পর ব্যক্তিগত জীবনে বেশ কয়েক ধাপ এগিয়ে গিয়েছেন তিনি। সদ্য মেয়ের মা হয়েছেন। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কি আবার ফিরছেন অভিনয়জীবনে?

Advertisement

ভুল তথ্য রটানো হচ্ছে, সাফ জবাব অভিনেত্রীর। এই মুহূর্তে সমাজমাধ্যমে খুবই সক্রিয় অহনা। মেয়ের সঙ্গে নানা মুহূর্তের ভিডিয়ো ভাগ করে নেন। সমাজমাধ্যমে বিভিন্ন প্রসাধনীর বিজ্ঞাপন করতে দেখা যায় তাঁকে। তবে অহনা জানিয়েছেন, এই মুহূর্তেই অভিনয়ে ফিরছেন না তিনি। ছোটপর্দার দুঁদে খলনায়িকা বলেন, “ভুয়ো খবর রটানো হচ্ছে আমার নামে। এখনই ফিরছি না। পর্দায় ফেরার জন্য প্রস্তুত হলে আমিই সবাইকে জানাব।”

‘অনুরাগের ছোঁয়া’র মাধ্যমেই অভিনয়জীবনের শুরু। শুটিং সেটেই স্বামী দীপঙ্কর রায়ের সঙ্গে তাঁর প্রেম। তাঁদের সম্পর্ক নিয়েও বিস্তর জলঘোলা হয়েছে। কিন্তু সে সব অতীত। মেয়ে মীরা আর স্বামীকে নিয়ে নিজের সংসার গোছাচ্ছেন অভিনেত্রী। শাশুড়ির নামেই মেয়ের নাম রেখেছেন তাঁরা। একরত্তিকে নিয়েই অর্ধেক সময় কেটে যায় অহনার। তবে অনুরাগীরা তাঁকে আবার ছোটপর্দায় দেখার অপেক্ষায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement