Chirosakha

ধুন্ধুমার কাণ্ড নতুন কাকু, বুবলাইয়ের! সুদীপ, ভিভানের মধ্যে আচমকা কী হল ‘চিরসখা’র রূপসজ্জার ঘরে?

‘চিরসখা’ ধারাবাহিকে ছেলেদের মেকআপের ঘরে হামেশাই বসে জমাটি আড্ডা। অনেক সময় একসঙ্গে খাওয়া-দাওয়াও হয়। সারাক্ষণ গল্পগুজব হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৭:৫০
Share:

(বাঁ দিকে) ভিভান ঘোষ, সুদীপ মুখোপাধ্যায়(ডান দিকে)। ছবি: সংগৃহীত।

ক্যামেরার সামনে নতুন কাকু এবং বুবলাইয়ের তিক্ত সম্পর্কের আঁচ পেয়েছে দর্শক। কিন্তু বাস্তবে তাঁদের সম্পর্ক কেমন তা নিয়ে কৌতূহলের শেষ নেই। এর মধ্যে তাঁদের নতুন ভিডিয়ো উস্কে দিয়েছে নতুন বিতর্ক। একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, যেখানে অভিনেতা ভিভান ঘোষ হেনস্থার অভিযোগ করেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। ঠিক কী ঘটেছে?

Advertisement

সত্যিই কি জুনিয়র বলে দুর্ব্যবহার করেছেন সুদীপ? তাঁদের তিক্ত সম্পর্কের ছবিই তুলে ধরা হচ্ছে সমাজমাধ্যমে। আসলে কী ঘটেছে, সবটা বললেন ভিভান। বন্ধুত্বের মোড়কে তৈরি নিছক মজাই তাঁদের সাজা হয়ে দাঁড়িয়েছে। ভিভান বলেন, “উফ! মজা করে একটা ভিডিয়ো তৈরি করেছিলাম। সেটাকেই যা নয় তাই করে ফেলেছে। সুদীপদা খুব ভাল মানুষ। আমরাও খুব আনন্দ করে কাজ করি।”

‘চিরসখা’ ধারাবাহিকে ছেলেদের মেকআপের ঘরে হামেশাই বসে জমাটি আড্ডা। অনেক সময় একসঙ্গে খাওয়া-দাওয়াও হয়। সারাক্ষণ গল্পগুজব হয়। অভিনেতা বললেন, “আমরা মজা করছিলাম। চুমুও খেয়েছি নতুন কাকুকে। তার পরেও এ সব খবর জঘন্য ভাবে রটানো হচ্ছে।”

Advertisement

এই মুহূর্তে টানটান উত্তেজনা ধারাবাহিকে। কমলিনী এবং স্বতন্ত্রের মাঝে এসেছে পার্বতী, যে গল্পে মশগুল দর্শক। যদিও পর্দায় যা-ই হোক না কেন, বাস্তবে চিত্র যে একেবারে উল্টো সে কথাই বললেন ভিভান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement