Srabanti Chatterjee

Srabanti Chatterjee: এই সময়ে ইন্ডাস্ট্রিতে খুব ভাল কাজ হচ্ছে, ‘রাবণ’ আর ‘কিশমিশ’ তার প্রমাণ: শ্রাবন্তী

টলিউডের সাম্প্রতিক ছবি, একে অন্যের পাশে দাঁড়ানো নিয়ে আশাবাদী শ্রাবন্তী। ‘ভয় পেও না’-র প্রচারে সে রকম কোনও চমক থাকবে কি? অভিনেত্রীর জবাব, ‘‘দেখুন সবাই ইন্ডাস্ট্রিতে আমায় ভালবাসে। দেব, রাজদা, শুভশ্রী সবাই আমরা একসঙ্গে কাজ করতে করতে বড় হয়েছি।’’
 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০২২ ১১:১৫
Share:

টলিউডের সাফল্যে খুশি শ্রাবন্তী।

নিজের ছবির প্রচারে এসে ইন্ডাস্ট্রি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শ্রাবন্তী। বললেন, ‘‘এই সময়ে ইন্ডাস্ট্রিতে খুব ভাল কাজ হচ্ছে দেখতে পাচ্ছি। দেবের ‘কিশমিশ’। জিৎদার ‘রাবণ’। খুব ভাল কাজ হয়েছে। প্রত্যেকে একে অপরের ছবি নিয়ে কথা বলছে। বাংলা ছবির জন্য এটা খুব জরুরি। সবাই যে একসঙ্গে আছে, এটা বোঝা যাচ্ছে।’’

‘ভয় পেও না’-র প্রচারে সে রকম কোনও চমক থাকবে কি? অভিনেত্রীর জবাব, ‘‘দেখুন, সবাই ইন্ডাস্ট্রিতে আমায় ভালবাসে। দেব, রাজদা, শুভশ্রী সবাই আমার প্রতিবেশী। আমরা একসঙ্গে কাজ করতে করতে বড় হয়েছি। ওরা নিশ্চয়ই এই ছবি নিয়েও কথা বলবে।’’

Advertisement

করোনাবিধি মেনেই শ্যুটিং হয়েছিল শ্রাবন্তী-ওম-এর নতুন ছবি ‘ভয় পেও না’-র। ওমের সঙ্গে কাজ করে খুশি শ্রাবন্তী। অভিনেত্রীর কথায়, ‘‘সিনেমার ঝলক প্রকাশ পাওয়ার পরে ওম আর আমার অনস্ক্রিন রসায়ন দর্শকদের যে ভাল লেগেছে, তার প্রতিক্রিয়া বহু জায়গা থেকে পেয়েছি। নতুন জুটি সব সময়ে দর্শকদের আকৃষ্ট করে।’’ আগামী ২৭ মে প্রেক্ষাগৃহে আসছে ‘ভয় পেও না’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement