শাড়ি পরা শ্রীদেবীর এই ছবিগুলি থেকে চোখ ফেরাতে পারবেন না আপনিও

তাঁর আচমকা মৃত্যুতে গভীরভাবে শোকাহত দর্শক থেকে গোটা বলিউড। অসাধারণ অভিনয় সত্ত্বা, নাচে পারদর্শীতা— এই সব কিছু দিয়ে দর্শকের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন শ্রীদেবী। পাশাপাশি তিনি একজন স্টাইল আইকনও ছিলেন। দেশের প্রথম মহিলা সুপারস্টারও। সাদা রং ছিল তাঁর বরাবরই প্রিয়। আর শাড়ি ছিল তাঁর পরম পছন্দের। ১৯৮৯ এর ‘চাঁদনি’ হোক কিংবা এক্কেবারে হালের ‘ইংলিশ ভিংলিশ’— শাড়িতেই শ্রীদেবী নজর কেড়েছেন সবচেয়ে বেশি। তাঁর হাত ধরে বেশ কিছু শাড়িও যেন পেয়েছে ‘সেলিব্রিটি’র তকমা। তাঁর ফিল্ম কেরিয়ারের নানান সময়ে নানান শাড়িতে কেমন লেগেছে শ্রীদেবীকে, দেখে নেওয়া যাক এক নজরে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ মার্চ ২০১৮ ১০:০৯
Share:
০১ ০৮

তাঁর আচমকা মৃত্যুতে গভীরভাবে শোকাহত দর্শক থেকে গোটা বলিউড। অসাধারণ অভিনয় সত্ত্বা, নাচে পারদর্শীতা— এই সব কিছু দিয়ে দর্শকের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন শ্রীদেবী। পাশাপাশি তিনি একজন স্টাইল আইকনও ছিলেন। দেশের প্রথম মহিলা সুপারস্টারও। সাদা রং ছিল তাঁর বরাবরই প্রিয়। আর শাড়ি ছিল তাঁর পরম পছন্দের। ১৯৮৯ এর ‘চাঁদনি’ হোক কিংবা এক্কেবারে হালের ‘ইংলিশ ভিংলিশ’— শাড়িতেই শ্রীদেবী নজর কেড়েছেন সবচেয়ে বেশি। তাঁর হাত ধরে বেশ কিছু শাড়িও যেন পেয়েছে ‘সেলিব্রিটি’র তকমা। তাঁর ফিল্ম কেরিয়ারের নানান সময়ে নানান শাড়িতে কেমন লেগেছে শ্রীদেবীকে, দেখে নেওয়া যাক এক নজরে।

০২ ০৮

‘চাঁদনি’ ছবিতে শ্রীদেবীর লুক আজও ভুলতে পারেন দর্শক। ছবিতে নানান দৃশ্যে বিভিন্ন শাড়িতেই ধরা দিয়েছিলেন শ্রীদেবী। তবে এই হলুদ রঙের শিফন শাড়িতেই ফ্যানেদের মনে ঝড় তুলেছিলেন সবচেয়ে বেশি।

Advertisement
০৩ ০৮

১৯৮৭ সালের ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে রিপোর্টারের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন শ্রীদেবী। কিন্তু ‘কাঁটে নেহি কাটতি’ গানে নীল রঙের শিফন শাড়িতে রীতিমতো উষ্ণতা ছড়িয়ে ছিলেন তিনি।

০৪ ০৮

জানবাজ ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল শ্রীদেবীকে। কিন্তু সেখানেও যেন তিনি হান্ড্রেড নট আউট। ‘হর কিসিকো নেহি মিলতা ইঁয়াহা প্যায়ার জিন্দেগি মে’ গানটিতে মূলত দু’টি শাড়ি পরেছিলেন শ্রী। একটি লাল আরেকটি সাদা। আর সেই দু’টি শাড়িতেই দর্শকের চোখের পলক পড়তে দেননি শ্রীদেবী।

০৫ ০৮

কাল্ট ফিল্ম ‘সদমা’তে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন দর্শক থেকে সমালোচক অবধি সকলেই। শ্রী অভিনীত তামিল ছবি ‘মুন্দরাম পিরাই’ ছবিটির রিমেক ‘সদমা’। সোনালি পাড়ের লাল শাড়ি, সঙ্গে ম্যাচিং ব্লাউজে যেন এক্কেবারে ঘরোয়া মহিলা হয়ে উঠেছিলেন শ্রীদেবী।

০৬ ০৮

১৯৮৬ সালের ‘নাগিনা’ ছবিটির কথা বোধ হয় সকলেরই মনে আছে। আর মনে থাকবে নাই বা কেন? এই ছবিটিতেই তো শ্রীদেবীর নাগিন ডান্স দেখা গিয়েছিল। সেই নাগিন ডান্স যা আজও ভুলতে পারেনি দর্শক। এই ছবিতে শ্রীদেবী পরিহিত হলদে শাড়িটিও মনে রাখার মতোই।

০৭ ০৮

আসা যাক ‘লমহে’ ছবিতে। যেখানে শ্রীদেবীর দু’টি শাড়ি সবচেয়ে বেশি নজর কেড়েছিল দর্শকের। একটি ব্লু প্রিন্টেড আরেকটি গোলাপি রঙের।

০৮ ০৮

হালফিলের ‘ইংলিশ ভিংলিশ’ ছবিতে আসা যাক। যে ছবিতে অধিকাংশ সময়েই ঘরোয়া লুকে মূলত শাড়ি পরেই ধরা দিয়েছিলেন শ্রী। কামব্যাক ছবিতেও পুরনো ছবিগুলোর মতোই শাড়ি পরেই চমৎকার করে দিয়েছিলেন শ্রীদেবী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement