Entertainment News

ছেলের সঙ্গে কোন ভাষায় কথা বলেন সুদীপা?

আদির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন সুদীপা। তিনি লিখেছেন, ‘আদির সঙ্গে যদি অন্য ভাষায় কথা বলি সে ও বোঝার চেষ্টা করে। কিন্তু মাতৃভাষায় কথা বললে সেটা সোজা ওর হৃদয়ে গিয়ে পৌঁছয়…।’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৪৪
Share:

সুদীপার শেয়ার করা ছবি।— টুইটার থেকে গৃহীত।

কয়েক মাস আগে মা হয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়। ছেলে আদিদেভের সঙ্গে সোশ্যাল অডিয়েন্সের পরিচয়ও করিয়ে দিয়েছেন তিনি। সেই ছোট্ট আদি নাকি মায়ের সঙ্গে শুধুমাত্র বাংলা ভাষাতেই কমিউনিকেট করে। অর্থাত্ সুদীপার বলা বাংলা কথাতেই সে নাকি সাড়া দেয়। বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এ হেন তথ্যই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সুদীপা।

Advertisement

আদির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন সুদীপা। তিনি লিখেছেন, ‘আদির সঙ্গে যদি অন্য ভাষায় কথা বলি সে ও বোঝার চেষ্টা করে। কিন্তু মাতৃভাষায় কথা বললে সেটা সোজা ওর হৃদয়ে গিয়ে পৌঁছয়…।’

ছেলের নাম আদিদেভ রাখার পিছনে ছোট্ট ঘটনা রয়েছে। সুদীপা শেয়ার করেছিলেন, “সন্ধেবেলা ছেলের জন্ম। নাড়ি ওর গলায় জড়িয়ে গিয়েছিল। ওটি-র এক জন বয়স্ক নার্স বলেছিলেন, গলায় সাপ জড়িয়ে শিবঠাকুর এসেছে। শিবের নামেই ওর নাম রাখবেন। আমি ওঁর কথা অগ্রাহ্য করিনি। নাম খুঁজতে গিয়ে এক জায়গায় শিবের নাম পেলাম আদিদেভ। ওর বাবার সঙ্গেও নামের মিল হল। তাই এটা রাখলাম।’’

Advertisement

আরও পড়ুন, ‘নিজের শিকড় ভুলে যেও না’, প্রিয়ঙ্কার সমালোচনা করলেন করিনা

তবে আদিদেভের ডাকনাম প্রচুর। এমনিতে বাড়িতে আদি বলে ডাকা হবে। কিন্তু বাবা ডাকছেন গাবলু। মায়ের কাছে আদির আদরের নাম মোগলি। অগ্নিদেবের সঙ্গে ছেলের খুব মিল বলেই জানিয়েছিলেন সুদীপা।

দেখুন, বিনোদনের নানা কুইজ

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement