Sunny Deol

শাহরুখের সঙ্গে ১৬ বছর কথা বন্ধ, অবশেষে কী ভাবে সানির মান ভাঙালেন বাদশা?

প্রায় ৩০ বছর ধরে মান-অভিমান পুষে রেখেছিলেন সানি দেওল। অবশেষে শাহরুখের উদ্যোগেই কি গলল বরফ?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

মুম্বই শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৩ ১০:০৩
Share:

(বাঁ দিকে) সানি দেওল (ডান দিকে) শাহরুখ খান। ছবি: সংগৃহীত।

অগস্ট মাসে মুক্তি পেয়েছে ‘গদর ২’। বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। ৫০০ কোটির খুব কাছে দ্রুত পৌঁছে গিয়েছে ছবির ব্যবসা। অন্য দিকে সেপ্টেম্বরেই আসতে চলেছে শাহরুখ খানের ‘জওয়ান’। তাঁদের ছবি মুক্তির ব্যবধান মাসখানেকের হলেও, দুই তারকার সম্পর্কের ব্যবধান অনেকটা। শেষ বার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল ‘ডর’ ছবিতে। মুক্তি পেয়েছিল ১৯৯৩ সালে। এই ছবিতে নায়কের থেকে খলনায়কের গুরুত্ব এবং জনপ্রিয়তা দেখে বেজায় খেপে গিয়েছিলেন সানি। শাহরুখ খানের কেরিয়ারের মোড় ঘোরানো ছবি এই ‘ডর’। শোনা যায়, নবাগত শাহরুখের সামনে সেটে বার বার নাকি হেনস্থা করা হচ্ছিল সানিকে। মেনে নিতে পারেননি ধর্মেন্দ্র-পুত্র। প্রায় ১৬ বছর কথা বন্ধ ছিল দুই তারকার। তবে ‘গদর ২’-এর সাফল্য ঘুচিয়েছে সেই দূরত্ব। উদ্যোগ কি শাহরুখই নিয়েছেন? কী বললেন সানি?

Advertisement

‘পাঠান’-এর সাফল্যের পর এখন শাহরুখ ব্যস্ত ‘জওয়ান’ ছবির প্রচারে। সমাজমাধ্যমের পাতায় অনুরাগীদের সঙ্গে ‘আস্কএসআরকে’ সেশন করতে দেখা যায় শাহরুখকে। সেখানেই এক অনুরাগী তাঁকে জিজ্ঞেস করেন ‘গদর ২’ দেখেছেন আপনি?’ জবাবে শাহরুখ লেখেন, ‘‘হ্যাঁ, দারুণ লেগেছে।’ অনেকেরই ধারণা ছিল, ‘গদর ২’ মুক্তির পর যখন শাহরুখ সানির ছবি দেখলেন, তখন পুরনো তিক্ততা ভুলে ফের নিজেদের সম্পর্ক প্রীতিময় করার চেষ্টা করেছেন দুই অভিনেতা! তবে ঘটনাক্রম ঠিক তেমন নয়। আসলে, ‘গদর ২’ মুক্তির আগেই সানিকে ফোন করে শুভেচ্ছাবার্তা দেন বাদশা। সানির কথায়, ‘‘ছবিটা দেখার আগেই শাহরুখ আমাকে ফোন করেন। পরে আমায় জানান, ছবির সাফল্যে ভীষণ খুশি। আমায় ছবির সাফল্যের জন্য কৃতিত্ব দেন। আমিও ধন্যবাদ জানাই ওঁকে। শুধু শাহরুখ নয়, বেশ কিছু ক্ষণ ওঁর স্ত্রী গৌরীর সঙ্গেও কথা হয় আমার। বিভিন্ন বিষয়ে কথা বলি আমরা।’’

তা হলে সানির মান ভাঙালেন এত বছর পর শাহরুখ! না মান ভাঙানোর কথা স্বীকার করতে নারাজ সানি। তিনি বলেন, ‘‘আসলে সময় সব কিছু ঠিক করে দেয়।’’

Advertisement

‘ডর’ ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন সানি এবং খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল শাহরুখকে। গতে বাঁধা নিয়ম অনুযায়ী খলনায়কের চেয়ে নায়কের চরিত্রই সিনেমায় বেশি গ্ল্যামারাস ভাবে দেখানো হয়। কিন্তু ‘ডর’ ছবির ক্ষেত্রে হয়েছিল উল্টোটাই। শাহরুখের সঙ্গে ১৬ বছর কথা বন্ধের প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সানি বলেন, ‘‘আমি শাহরুখের সঙ্গে কথা বলা কখনওই বন্ধ করিনি। আমি সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলাম। কোথাও বিশেষ যেতামও না। যেখানে শাহরুখের সঙ্গে আমার দেখা হওয়ারই কোনও প্রশ্ন নেই, সেখানে কথা বলা বন্ধ করে দেওয়ার প্রসঙ্গই বা ওঠে কী করে?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন