Sushmita Sen

সুস্মিতার হার্ট অ্যাটাক জয়পুরেই, শুটিং বন্ধ হয়েছে মাঝপথে, কী হবে ‘আরিয়া’ সিরিজ়ের?

আচমকাই এসেছিল খবর। বিকাশ জানান জয়পুরে শুটিং করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন সুস্মিতা। ঘটনার দু’দিন পর সুস্মিতা নিজেই প্রথম জানান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৩ ১৮:৪০
Share:

জয়পুরে শুটিং করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন সুস্মিতা। ঘটনার দু’দিন পর অর্থাৎ ২ মার্চ সুস্মিতা নিজেই প্রথম পোস্ট দেন সমাজমাধ্যমে। — ফাইল চিত্র।

গত মাসে সুস্মিতা সেনের হার্ট অ্যাটাকের পর ‘আরিয়া’ সিরিজ়ের সিজ়ন ৩-এর কাজ থমকে গিয়েছিল। আবার শুরু হতে চলেছে শুটিং। জয়পুরে পৌঁছে যাবে ‘আরিয়া’-র দল, এমনই ইঙ্গিত দিলেন অভিনেতা বিকাশ কুমার। সিরিজ়ে এসিপি খানের চরিত্র করেন তিনি। জানালেন, খুব শীঘ্রই কাজ শুরু হবে।

Advertisement

আচমকাই এসেছিল খবর। বিকাশ জানান জয়পুরে শুটিং করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন সুস্মিতা। বিকাশ খবর পেয়েছেন পরে। ঘটনার দু’দিন পর অর্থাৎ ২ মার্চ সুস্মিতা নিজেই প্রথম পোস্ট দেন সমাজমাধ্যমে। জানান, অস্ত্রোপচারের পর তিনি সুস্থ হয়েছেন। বিশ্রামে থাকবেন কিছু দিন। আশঙ্কার কারণ নেই বলে আশ্বস্ত করেন অনুরাগীদের। যদিও ৯৫ শতাংশ ব্লকেজ পাওয়া গিয়েছিল অভিনেত্রীর হৃদ্‌যন্ত্রে, যা নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন সহকর্মীরা। বিকাশ সে কথাই ভাগ করে নিলেন সম্প্রতি।

তাঁর কথায়, “সিজ়ন ৩-এর অনেকখানি শুটিং হয়ে গিয়েছে। খুচখাচ কিছু দৃশ্য বাকি আছে যেগুলোর জন্য জয়পুর যেতে হবে। আমরা গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সুস্মিতা অসুস্থ হয়ে পড়ল। আমরা শুরুতে জানতে পারিনি। তবে দু’দিন পরে জানতে পারি যখন সে গোটা বিশ্বকে জানিয়ে দিয়েছে।”

Advertisement

বিকাশ আরও বলেন, “একেবারে শুরুতে সুস্মিতা নিজেও বুঝতে পারেনি ওর কী হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতালে গিয়ে ব্যাপারটা বুঝেছে। তার পর যখন জানানোর সুযোগ পেয়েছে, জানিয়েছে। আমরা তখন জয়পুরে সবে এক দিনের শুটিং শেষ করেছি। আর একটু বাকি ছিল, কিন্তু স্বাভাবিক ভাবেই শুটিং বন্ধ হয়ে যায়। আবার যেতে হবে।”

হার্ট অ্যাটাকের এক সপ্তাহ পরেই অবশ্য কাজে ফেরার কথা জানান সুস্মিতা। কার্ডিয়োলজিস্টের পরামর্শে তিনি আবার স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছেন দ্রুত। জয়পুরে পরবর্তী শুটিংয়েও তিনি যাবেন বলে জানালেন বিকাশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement