Swara Bhasker

‘বাবাকে দিয়ে অন্তর্বাস কেনাতাম’, নিজে দোকানে যান না কেন স্বরা? জানালেন অভিনেত্রী

স্বরা যা-ই বলছেন, আজকাল তাতেই যেন তৈরি হচ্ছে বিতর্ক। ফের কী বলে বসলেন অভিনেত্রী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৪
Share:

স্বরা ভাস্কর। ছবি: সংগৃহীত।

কথায় কথায় সমালোচিত হন অভিনেত্রী স্বরা ভাস্কর। তাতে বিশেষ দমেন না। কখনও রাজনৈতিক মত প্রকাশ করে, কখনও ভিন্‌ধর্মে বিয়ে করে সমালোচিত হয়েছেন স্বরা। এমনকি, সন্তানধারণের পরে চেহারায় পরিবর্তন আসতেও কটাক্ষের শিকার হয়েছেন। এ বার অন্তর্বাস নিয়ে মন্তব্য করলেন। নিজের অন্তর্বাস বাবাকে দিয়ে কেনাতেন স্বরা, নেপথ্যের কারণ জানালেন অভিনেত্রী।

Advertisement

স্বরা দিল্লির মেয়ে। সেখানেই বেড়ে ওঠা। বয়ঃসন্ধির সময় অভিনেত্রী ‘টেপ ফ্রক’ থেকে সবে অন্তর্বাসের দিকে ঝুঁকছেন। আচমকাই যেন অনেকটা বড় হয়ে যাওয়া। কিশোরী থেকে যুবতী হয়ে যাওয়ার সময়, অন্তর্বাস পরা শুরু করেন তিনি। সেই সময় স্কুলের ছেলেবন্ধুরা নাকি কারা কারা অন্তর্বাস পরে আসছে, সেটা গুনত। এই বিষয়টা বেশ অস্বস্তিকর ছিল স্বরার জন্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘‘একে দিল্লির গরম, সবে বয়ঃসন্ধিতে পড়েছি। ‘টেপ ফ্রক’ থেকে অন্তর্বাস পরতে শুরু করেছি। সেটা একটা অস্বস্তির বিষয়। এ দিকে অন্তর্বাস বিক্রেতা সকলেই পুরুষ। কেন যে মহিলারা বিক্রি করতেন না! সেই জন্য বাবাকে দিয়ে অন্তর্বাস কেনাতাম। খুব অস্বস্তি হত, কোনও পুরুষকে ‘সাইজ’ বলতে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement