Tamannah Bhatia Used Spit

মাখনের মতো ত্বক, তবু গালে ব্রণ ওঠে তমান্নারও! পরিচর্যায় যা ব্যবহার করেন, শুনলে মাথা ঘুরে যাবে

অভিনেত্রীর মাখনের মত ত্বক, টানটান গড়ন নিয়ে এক সময় বিস্তর চর্চা হয়েছে। যদিও সম্প্রতি তমান্না জানান তাঁরও নাকি ব্রণ হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৫ ২০:৩৯
Share:

তমান্নার ব্রণ কমানোর টোটকা শুনে কুপোকাত। ছবি: সংগৃহীত।

গত কয়েক বছর ধরেই ক্রমাগত চর্চায় রয়েছেন অভিনেত্রী তমান্না ভাটিয়া। সমাজমাধ্যম জুড়ে এখনও দাপট ‘স্ত্রী ২’ ছবির ‘আজ কি রাত’ গানটির। শুধু গান নয়, দৃশ্যায়নে তমান্না ভাটিয়ার নাচ নিয়েও চর্চা হয়েছে বিস্তর। তবে তমান্নাকে নিয়ে এই চর্চা ‘বাহুবলী’ ছবির সময় থেকে। তাঁর মাখনের মত ত্বক, টানটান গড়ন নিয়ে এক সময় বিস্তর চর্চা হয়েছে। যদিও সম্প্রতি তমান্না জানান তাঁরও নাকি ব্রণ হয়।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে তমান্না জানান, তাঁর গালেও ব্রণ হয়। সেটা কমাতে তিনি নিজের থুতু ব্যবহার করেন। তমান্নার কথা শুনে চমকে ওঠেন সঞ্চালক। তবে তমান্না বলেন, ‘‘যে কোনও সময় থুতু লাগালেই হবে এমনটা নয়, ঘুম থেকে ওঠার পর প্রথম লালা লাগলেই বেশি উপকার মেলে।’’ তিনি নিজে উপকার পেয়েছেন বলেই জানিয়েছেন। এটা প্রথম নয় অতীতে ব্রণ কমাতে মাটির সঙ্গে অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়েও মেখেছেন। তবে তা বলে, উঠতি বয়সের ছেলেমেয়েদের এমন উপায় মানতে উদ্বুদ্ধ করেননি তিনি। বলেছেন, ত্বকের সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement