Tanushree Dutta

‘সুশান্তের পরিণতি হবে আমারও’, বলিউডের কোন সত্য জেনে গিয়েছেন বলে এমন আশঙ্কা করছেন তনুশ্রী?

একসময় বিদেশে চলে গিয়েছিলেন। বছর তিনেক হল দেশে ফিরছেন। এ বার নাকি সুশান্ত সিংহ রাজপুতের মতো পরিণতির আশঙ্কা করছেন তনুশ্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১৭:৪৭
Share:

সুশান্তের মতোই পরিণতি হবে! আশঙ্কা তনুশ্রীর। ছবি: সংগৃহীত।

মঙ্গলবার রাতে আচমকা একটি ভিডিয়ো করেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। কাঁদতে কাঁদতে অভিনেত্রী জানান, গত ৪-৫ বছর ধরে লাগাতার হেনস্থার শিকার হচ্ছেন তিনি। তা-ও নিজের বাড়িতেই। পরিচারিকা নিয়োগ করতেও সাহস পাচ্ছেন না। কারণ পরিচারিকার বেশ ধরে এসে ক্ষতি করার চেষ্টা করছেন অনেকে। পুলিশকে খবর দিলে তাঁরা লিখিত অভিযোগ জানাতে বলেছে।

Advertisement

এর মধ্যেই ফের চাঞ্চল্যকর মন্তব্য করলেন তনুশ্রী। তিনি বলেন, ‘‘আমার পরিণতি সুশান্তের মতোই হবে। আমার বিরুদ্ধে বড়সড় ষড়যন্ত্র করছে বলিউডের মাফিয়া গ্যাং।’’

২০০৫ সালে তনুশ্রী অভিনীত ‘আশিক বনায়া আপনে’ ঝড় তুলেছিল। তার পরে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে বলিউড থেকে দূরে সরে যান তিনি। ২০১৮ সালে তিনি আবার শিরোনামে উঠে আসেন। সেই সময়ে তিনি অভিযোগ করেন, নানা পটেকর তাঁকে ‘হর্ন ওকে’ ছবির সময়ে যৌন হেনস্থা করেছিলেন। সেই সময়ে বিষয়টি নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। তবে এই মামলায় ২০১৯–এই অব্যাহতি পান নানা পটেকর। তার পর থেকেই নিজেকে আড়ালে রাখতেন তনুশ্রী। দেশ ছেড়ে চলেও যান। বছর তিনেক হল ফিরে এসেছেন তিনি।

Advertisement

এ বার তিনি নাকি আশঙ্কা করছেন সুশান্ত সিংহ রাজপুতের মতো পরিণতি হবে তাঁর। সুশান্তের অস্বাভাবিক মৃত্যুর পর বিস্তর জলঘোলা হয়েছে। তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও, সম্প্রতি সিবিআই অভিনেতার মৃত্যুতে কোনও অস্বাভাবিকতা খুঁজে পায়নি বলেই জানিয়েছেন। এ বার বলিউডের ‘মাফিয়া গ্যাং’-এর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন তনুশ্রী।

কিন্তু কারা এই দলের সদস্য, তা উল্লেখ করেননি অভিনেত্রী। তাঁর কথায়, ‘‘আমি ভয়ে ভয়ে আছি সুশান্তের মতো পরিণতি না হয়! আমি সরকারের কাছে সুরক্ষার আবেদন জানাচ্ছি। এই মাফিয়াদের সঙ্গে পেরে উঠব না। এরা ভয়ঙ্কর। পুলিশ যেন এই ঘটনাকে আমার আগের অভিযোগের সঙ্গে গুলিয়ে না ফেলে। যত দ্রুত সম্ভব তদন্ত শুরু করে অনুরোধ জানাই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement