Tara Sutaria

বলিউডে নতুন প্রেম! চুল ছেঁটে বদলেছিলেন নিজেকে, এ বার কি বীরের প্রেমে মগ্ন তারা সুতারিয়া?

বীর পাহাড়িয়াকে মন দিয়েছেন তিনি। গত কয়েক দিন ধরেই এই সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। সেই জল্পনা নিজেরাই উস্কে দিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ১৬:৪০
Share:

প্রেমে পড়েছেন তারা-বীর। ছবি: সংগৃহীত।

আদর জৈনের সঙ্গে বিচ্ছেদের পরে মন ভেঙেছিল তারা সুতারিয়ার। এক ঢাল লম্বা চুল ছেঁটে ফেলেছিলেন তিনি। তবে ছোট চুলের ছাঁটেও তিনি একই রকম লাস্যময়ী, মত তারার অনুরাগীদের। লম্বা চুল বিসর্জন দিয়েই জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। আর সেই নতুন অধ্যায়ে মনের মানুষও খুঁজে পেয়ে গিয়েছেন তিনি। বীর পহাড়িয়াকে মন দিয়েছেন তারা! গত কয়েক দিন ধরেই এই সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। সেই জল্পনা উস্কে দিলেন নিজেরাই।

Advertisement

তারা ও বীর কি একসঙ্গে বেড়াতে গিয়েছেন? তাঁদের ভাগ করে নেওয়া ছবি দেখে এই প্রশ্ন উঠেছে। মঙ্গলবার রাতে বীর কিছু ছবি ভাগ করে নেন। দেখা যায়, একটি প্রমোদতরণীর সামনে বসে রয়েছেন তিনি। পরনে বোতাম খোলা ঢিলেঢালা শার্ট, বক্সার ও মাথায় টুপি। কয়েক ঘণ্টার মধ্যেই সেই একই জায়গা থেকে ছবি ভাগ করে নেন তারা সুতারিয়া। সেই একই প্রমোদতরী ও একই সমুদ্রের তীর। এই ছবি দেখেই নেটাগরিকের কাছে স্পষ্ট হয়ে যায়, একসঙ্গেই বেড়াতে গিয়েছেন দুই তারকা।

ছবির সঙ্গে একটি হৃদয়ের ইমোজি জুড়ে দেন তারা। কিন্তু বীরকে ট্যাগ করেননি তিনি। অনুরাগীদের প্রশ্ন, ইচ্ছে করেই কি তাঁরা এই সম্পর্কের ইঙ্গিত দিতে চাইছেন? গত মার্চ মাসে একটি ফ্যাশন শোতে একসঙ্গে হাতে হাত রেখে হেঁটেছিলেন বীর ও তারা। এক সূত্রের খবর, গত দু’মাস ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। এই মুহূর্তে পরস্পরকে ভাল করে বুঝে নেওয়ার চেষ্টা করছেন।

Advertisement

কয়েক দিন আগে মুম্বইয়ের বান্দ্রাতে এক রেস্তরাঁয় নৈশভোজেও গিয়েছিলেন দু’জনে। রেস্তরাঁ থেকে দু’জনে আলাদা বেরিয়েছিলেন। কিন্তু তাঁরা একসঙ্গেই এসেছিলেন বলে অনুমান নেটাগরিকের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement