Diljit Dosanjh

দিলজিতের প্রসঙ্গে ‘জুমলা পার্টি’ বলে কটাক্ষ! ফের ‘সত্যতা’ নিয়ে রহস্যময় পোস্ট নাসিরুদ্দিন শাহের

‘সর্দারজি ৩’ ছবি নিয়ে বিতর্কে জড়িয়েছেন দিলজিৎ। ছবিতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির অভিনয় করায় বিপাকে পড়তে হয়েছে এই পঞ্জাবি শিল্পীকে। এই পরিস্থিতিতে দিলজিতের হয়ে সরব হয়েছিলেন নাসিরুদ্দিন শাহ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ১৫:৩৬
Share:

দিলজিতের বিতর্কে কী বললেন নাসিরুদ্দিন শাহ। ছবি: সংগৃহীত।

দিলজিৎ দোসাঞ্জের পাশে দাঁড়িয়েছেন নাসিরুদ্দিন শাহ। পঞ্জাবি শিল্পীর হয়ে সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট লিখেছিলেন তিনি। তার পরেই তাঁর দিকে ধেয়ে এসেছিল কটাক্ষ। বিতর্কের মুখে পড়ে অবশ্য সেই পোস্ট মুছে দেন অভিনেতা। এর মধ্যেই আরও একটি রহস্যময় পোস্ট ভাগ করে নিলেন নাসিরুদ্দিন।

Advertisement

‘সর্দারজি ৩’ ছবি নিয়ে বিতর্কে জড়িয়েছেন দিলজিৎ। ছবিতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির অভিনয় করায় বিপাকে পড়তে হয়েছে এই পঞ্জাবি শিল্পীকে। এই পরিস্থিতিতে নাসিরুদ্দিন শাহ লিখেছিলেন, “আমি দিলজিতের পাশে আছি। ‘জুমলা পার্টি’র লোকজন অপেক্ষা করেছিল ওকে আক্রমণ করার জন্য। ওই দলের লোকেরা ভাবছে, অবশেষে দিলজিৎকে আক্রমণ করার মতো কিছু একটা পাওয়া গিয়েছে।”

বিতর্কের মুখে পোস্টটি মুছে ফেলেন অভিনেতা। এ বার নতুন একটি পোস্টে ‘সত্যতা’ নিয়ে লিখলেন তিনি। জার্মান বিজ্ঞানী ও দার্শনিক গিয়োর্গ ক্রিস্টফ লিখটেনবার্গের একটি উক্তি ভাগ করে নেন অভিনতা— “কারও দাড়ি না পুড়িয়ে ভিড়ের মাঝে সত্যতার আলো বহন করে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব।”

Advertisement

নেটাগরিকের ধারণা, এই পোস্ট দিলজিৎকে নিয়ে বিতর্কের জন্যই করেছেন নাসিরুদ্দিন। মুছে দেওয়া পোস্টে বর্ষীয়ান অভিনেতা সেই দিন লেখেন, “প্রথমত, ছবিতে কে অভিনয় করবেন, তার দায় দিলজিতের নয়। ওটা পরিচালকের দায়িত্ব। কিন্তু পরিচালককে কেউ চেনেই না। দিলজিৎ বিশ্ববিখ্যাত বলে সবাই ওকে আক্রমণ করছে। দিলজিতের মনে বিষ নেই, ছবির অভিনেতাদের নিয়ে ও আগে থেকে কিছু ভাবেনি।”

এখানেই শেষ নয়। নাসিরুদ্দিন জানিয়েছিলেন, পাকিস্তানে তাঁর আত্মীয়েরা রয়েছেন। অভিনেতা লিখেছিলেন, “এই গুন্ডাদের একটাই উদ্দেশ্য— ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যক্তিগত যোগাযোগটাও যেন বন্ধ হয়ে যায়। পাকিস্তানে আমারও ঘনিষ্ঠ আত্মীয়েরা রয়েছেন। ওঁদের সঙ্গে আমার যোগাযোগ কেউ বন্ধ করতে পারবে না। আর এই সব শুনে যারা আমাকে বলবে, ‘পাকিস্তানে যান’, তাদের আমি বলব, ‘আপনারা কৈলাসে যান’।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement