Coronavirus

ভার্চুয়ালি শুটিংয়ের অভিজ্ঞতাও অন্য রকম

তবে এ ধরনের শো ভার্চুয়ালি পরিচালনা এর আগে তেমন ভাবে কেউ করেননি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৪ মে ২০২০ ০০:১৩
Share:

নীতেশ

করোনার জেরে লকডাউনের মাঝেই ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১২তম সিজ়নের ভার্চুয়ালি পরিচালনা করছেন নীতেশ তিওয়ারি। কিছু দিন আগেই শোয়ের তরফে জানানো হয়েছিল যে, এ বার অডিশনও হবে অনলাইনেই।

Advertisement

তবে এ ধরনের শো ভার্চুয়ালি পরিচালনা এর আগে তেমন ভাবে কেউ করেননি। নীতেশ বলেছেন, ‘‘প্রত্যেক শিল্পীরই জীবনে কখনও না কখনও সমস্ত কিছু প্রথম বার আসে। এটাও তেমনই অভিজ্ঞতা।’’ পরিস্থিতির কথা মাথায় রেখে বদলেছে শোয়ের চিত্রনাট্যও। ‘‘লেখা সব সময়েই ভিতর থেকে আসে। কিন্তু এ বারের চিত্রনাট্যটা সহজ, পরিস্থিতি অনুযায়ী লেখা হয়েছে। এমনকি শোয়ের প্রোমোও খুব সাধারণ ভাবে করা হয়েছে। কারণ অনেক লিমিটেশনও তৈরি হয়েছে,’’ বলছেন নীতেশ। ভার্চুয়ালি শুটিংয়েরও নানা ব্যাপার রয়েছে। নীতেশ বলছেন, ‘‘প্রাথমিক ভাবে একটা ছোট ফুটেজ শুট করা হয়েছিল। সেটায় আমি ছিলাম। ডিওপি আমার মেয়ে। সেই ফুটেজ অমিতাভ বচ্চনকে পাঠানো হয়েছিল রেফারেন্সের জন্য। এর পরে উনি নিজে একটা ফুটেজ শুট করে পাঠান। জিজ্ঞেস করেছিলেন, সেটা রিশুট করার দরকার আছে কি না। কিন্তু আমরা যা ভেবেছিলাম, তার চেয়ে অনেক বেশি এবং ভাল করে শুট করেছেন উনি। ফলে ওঁকে দ্বিতীয় বার শুট করতে বলার প্রয়োজনই নেই।’’ শোয়ের অনলাইন রেজিস্ট্রেশনের জন্য চ্যানেলের মাধ্যমে প্রশ্ন অন এয়ার হবে ২২ মে পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন