Entertainment News

বিয়ে ভাঙল এই জনপ্রিয় টেলিভিশন জুটির

বলি মহলের খবর, দীর্ঘদিন ধরেই দাম্পত্য সমস্যা চলছিল এই জুটির। গত বছর থেকেই তাঁরা আলাদা থাকছিলেন। বিচ্ছেদের সমগ্র প্রক্রিয়া সম্পূর্ণ হল শুক্রবার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৮ ১৪:২৬
Share:

আরও এক বিবাহ বিচ্ছেদের খবর উঠে এল।

ফিল্মি দুনিয়ায় ফের বিবাহ বিচ্ছেদ। এ বার বিয়ে ভাঙল জনপ্রিয় দুই টেলিভিশন তারকার।

Advertisement

অবিনাশ সচদেব এখন হিন্দি শো-এর দর্শকদের কাছে পরিচিত নাম। ‘ছোটি বহু’, ‘ইস প্যায়ার কো ক্যায়া নাম দু’-এর মতো টিভি সিরিজ তাঁকে জনপ্রিয়তা দিয়েছিল। ওই একই শো-এর মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন শাল্মলীও। সেই অবিনাশ এবং তাঁর স্ত্রী শাল্মলী দেশাইয়ের বিবাহ বিচ্ছেদ হল। এমনটাই জানাচ্ছে সর্বভারতীয় সংবাদমাধ্যম স্পটবয়ই।

বলি মহলের খবর, দীর্ঘদিন ধরেই দাম্পত্য সমস্যা চলছিল এই জুটির। গত বছর থেকেই তাঁরা আলাদা থাকছিলেন। বিচ্ছেদের সমগ্র প্রক্রিয়া সম্পূর্ণ হল শুক্রবার।

Advertisement

আরও পড়ুন, ‘দাবাং’ আমার কেরিয়ার প্রায় শেষ করে দিয়েছিল, বিস্ফোরক মাহি

সিরিয়ালের সেটেই প্রেমে পড়েছিলেন অবিনাশ এবং শাল্মলী। ২০১৫-এ বিয়ে করেন তাঁরা। তবে বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলেননি এই জুটি। কিছুদিন আগে বম্বে টাইমসকে অবিনাশ বলেছিলেন, ‘‘আপাতত আমি কাজে ফোকাস করছি। আমি জানি না শাল্মলীর সঙ্গে আমার সম্পর্কটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে।’’ আলাদা থাকার সময়ই নিজের মায়ের কাছে ফিরে যান শাল্মলী। তবে এ দিনও বিবাহ বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি তিনি।


বিয়ের দিনের এই ছবি এখন অতীত। ছবি: ইউটিউবের সৌজন্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement