Entertainment News

দেওয়ালির রাতে কেমন সাজলেন মিমি-রাইমা-ঋতুপর্ণারা

দেওয়ালি মানেই আলোর উৎসব। আর তার সঙ্গে জমিয়ে সাজগোজ এবং খাওয়াদাওয়া। দীপাবলির রাতে তেমনই ঝলমলে পোশাকে ধরা দিলেন টলিউড সেলিব্রিটিরাও। এক ঝলকে দেখে নিন, বাংলা ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীদের দীপাবলির সাজ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৭ ১৪:৪৭
Share:
০১ ১০

লাল শাড়িতে মিমি সেজেছিলেন মোহময়ী।

০২ ১০

একেবারে ট্র্যাডিশনাল সেজেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। বাড়িতে পুজোর থালা হাতে এই ছবি পোস্ট করেছেন নায়িকা।

Advertisement
০৩ ১০

দীপাবলির রঙ্গোলি, সঙ্গে প্রদীপ দিয়ে সাজানো। হাতে হাত লাগিয়ে কাজ সারলেন গৌরব ও ঋদ্ধিমা।

০৪ ১০

দীপাবলির রাতে সবুজ রং বেছে নিয়েছিলেন শুভশ্রী। সেজেছিলেন এথনিক।

০৫ ১০

বাড়ির ছাদে পাওলি। দীপাবলির রাতে একেবারে অন্য মেজাজে নায়িকা। প্রদীপ জ্বালিয়ে নিজেই সাজিয়েছিলেন গোটা বাড়ি।

০৬ ১০

নিজের পোষ্যকে নিয়ে ছবি পোস্ট করে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন অনিন্দিতা।

০৭ ১০

দীপাবলির রাতে রাইমার সাজ। একটি পুজো উদ্বোধনের ব্যস্ততার ফাঁকে এই ছবি।

০৮ ১০

দম্পতি। দীপাবলির রাতে এমনই সেজেছিলেন সুদীপা ও অগ্নিদেব।

০৯ ১০

দীপাবলির রাতে ট্যাডিশনাল সাজে যশ। শেয়ার করেছেন এই ছবি।

১০ ১০

যিশু ও নীলাঞ্জনার বাড়ি সাজিয়েছিলেন ফুলের রঙ্গোলিতে। নীলাঞ্জনা নিজেই এই ছবি শেয়ার করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement