Tui amar hero

পরিবারের ‘স্টেটাস’ না কি ভালবাসা, জরুরি কোনটা?

পরিচালক সৌম্যদীপ্ত মণ্ডল বলছিলেন, “ফিল্মটা দেখে দর্শক মজা পাবেন এবং কোথাও না কোথাও নিজেদের কানেক্ট করতে পারবেন।”

Advertisement

মৌসুমি বিলকিস

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৪১
Share:

জয়ী এবং প্রিয়ঙ্কা। নিজস্ব চিত্র।

বখাটে ছেলের সঙ্গে উচ্চবিত্ত ঘরের মেয়ের প্রেম— না কোনও নতুন ঘটনা নয়। গল্পের আঙ্গিকে টুইস্ট বদলে ‘ওল্ড ওয়াইন’ নতুন বোতলে নিয়ে আসছে জি বাংলা সিনেমা অরিজিনালস ‘তুই আমার হিরো’।

Advertisement

ছবিটির মূল দুই চরিত্র ভিকি এবং পিউ। ভিকি গাড়ি চালায়। পেটের দায়ে করতে হয় গুন্ডামিও। ও দিকে আবার উচ্চবিত্ত ব্যাঙ্ক ম্যানেজারের মেয়ে পিউ। পিউ-এর বিয়ের ঠিক আগেই তাঁর জীবনে ঘটে যায় অঘটন। তার পর কী হয়?

পরিচালক সৌম্যদীপ্ত মণ্ডল বলছিলেন, “ফিল্মটা দেখে দর্শক মজা পাবেন এবং কোথাও না কোথাও নিজেদের কানেক্ট করতে পারবেন।”

Advertisement

আরও পড়ুন-আমাদের ভালবাসার বিয়ে, কিন্তু আজ মধুমিতার সঙ্গে কথা হয় না: সৌরভ

ভিকি চরিত্রে জয়ী দেবরয়। ‘হৃদয়হরণ বিএ পাস’ ধারাবাহিকের হিরো হিসেবে ‘ভাল ছেলে’র চরিত্রে তাঁকে দেখা গেছে। পিউ হিসেবে থাকছেন অভিনেতা প্রিয়াঙ্কা রতি পাল। সব কিছু ঠিক থাকলে ২৩ ফেব্রুয়ারি, রবিবার দুপুর ১ টায় দেখা যাবে ছবিটি।

আরও পড়ুন-‘যারা ট্রোল করে, তারাই সবার আগে সেলফি তুলতে চায়’, কড়া জবাব অঙ্কুশের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement