গৃহবধূদের নিয়ে কলম ধরলেন অমিতাভ। ছবি: সংগৃহীত।
গৃহবধূ হওয়া সহজ ব্যাপার নয়। সফল গৃহবধূ হওয়া গর্বের বিষয়, মনে করেন অমিতাভ বচ্চন। সম্প্রতি নিজের ব্লগে গৃহবধূদের হয়ে কলম ধরলেন বিগ বি। নিজের কুইজ় অনুষ্ঠানের মহিলা দর্শককে নিয়েও কথা বলেন তিনি।
গৃহবধূরা নিজের পরিচিতি দেওয়ার সময় খুব ক্ষীণ স্বরে কথা বলেন। দৃপ্ত কণ্ঠে তাঁরা বলতে পারেন না, যে তাঁরা গৃহবধূ। অমিতাভের পর্যবেক্ষণ এমনই। বর্ষীয়ান তারকার মতে, এটা ঠিক নয়। তাঁর বক্তব্য, খুব গর্বের সঙ্গে নিজের পরিচিতি দেওয়া উচিত গৃহবধূদের। তাই ব্লগে তিনি লিখেছেন, “কেন এমন চাপা স্বরে কথা বলেন? চাপা স্বরে কখনও কথা বলবেন না। বরং গর্বের সঙ্গে বলবেন, আপনারা গৃহবধূ।”
অমিতাভের মতে, ঘরের কাজ সামলানো মোটেই সহজ কথা নয়। তিনি লেখেন, “ঘর সামলানো, স্বামীর দেখাশোনা করা, বাচ্চাদের সামলানো, সবার জন্য রান্না করা, বাড়ির বাকি সব কাজ করা, এগুলি কোনও সহজ বিষয় নয়।” করোনা অতিমারির কথাও মনে করিয়ে দেন অমিতাভ। এই সময় প্রত্যেক পুরুষ বুঝেছিলেন, সংসারে স্ত্রীরা কতটা জরুরি ভূমিকা পালন করেন।
এক দিকে অমিতাভের এই বক্তব্যের প্রশংসা হয়েছে সমাজমাধ্যমে। পাশাপাশি কেউ কেউ প্রশ্ন তুলেছেন, মহিলাদের ঘর ও স্বামীর দেখভাল করাই একমাত্র কাজ? বিষয়টিকে এই যুগে এসেও কি একটু বেশিই স্বাভাবিক ভাবে তুলে ধরছেন তারকা? বরং গৃহবধূদেরও আর্থিক ভাবে স্বনির্ভর হওয়ার পরামর্শ দেওয়া উচিত অমিতাভের। এমনই মনে করছেন নেটাগরিকের একাংশ।