Waheeda Rahman on AR Rahman

‘সব দেশেই এমন হয়’, রহমানের ধর্মীয় বিভাজন বিতর্কে এ বার মুখ কোন প্রশ্ন তুললেন ওয়াহিদা রহমান?

মন্তব্য নিয়ে বহু জলঘোলা হয়েছে। বহু তারকাই প্রতিক্রিয়া দিয়েছেন। এ বার বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমান মুখ খুললেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ২০:৪০
Share:

রহমান নিয়ে কী প্রতিক্রিয়া ওয়াহিদার? ছবি: সংগৃহীত।

ধর্মীয় বিভাজন নিয়ে মন্তব্য করার পর থেকে কটাক্ষের শিকার এআর রহমান। তাঁর বক্তব্য, এই কারণেই সম্ভবত বহু কাজ হারিয়েছেন তিনি। এই মন্তব্য নিয়ে বহু জলঘোলা হয়েছে। বহু তারকাই প্রতিক্রিয়া দিয়েছেন। এ বার বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমান মুখ খুললেন।

Advertisement

বর্ষীয়ান অভিনেত্রীর মতে, সমস্ত দেশেই নাকি এমন ঘটনা ঘটেই থাকে। তাই এই সব বিষয়কে বিশেষ খোঁচান না তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য, “এটা আমাদের দেশ। শান্তিতে বাঁচুন।” এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হলে ওয়াহিদা বলেন, “কী বিশ্বাস করব আর কতটাই বা বিশ্বাস করব? আমাদের এ সবে জড়ানোর কী দরকার? অন্তত আমার বয়সে এই সবের মধ্যে আমি জড়াতে চাই না নিজেকে। নিজের মতো শান্তিতে থাকো। এটা আমাদের দেশ। খুশি থাকো। এটুকুই বলতে পারি আমি।”

কিন্তু গত আট বছরে কেন কাজ হারিয়েছেন রহমান? ওয়াহিদার কথায়, “কাজ নিয়ে ওঠাপড়া তো লেগেই থাকে। একটা বয়সের পরে মানুষ নতুনদের বা আলাদা কিছু দেখতে চায়।”

Advertisement

উল্লেখ্য, রহমান একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, মুখের উপর তাঁকে কিছু বলা না হলেও, ধর্মীয় বিভাজনের জন্যই হয়তো কাজ হারিয়েছেন। পরে ধর্মীয় বিভাজন নিয়ে মন্তব্য প্রসঙ্গে দীর্ঘ ব্যাখ্যা দিয়েছেন এআর রহমান। তাঁর বক্তব্য, তিনি সঙ্গীতের মাধ্যমে সবসময়ে ভারতের সংস্ক়ৃতিকে শ্রদ্ধা জানাতেই চেয়েছেন। তিনি নিজেও ভারতবাসী হিসাবে গর্বিত এবং ভারতীয় বলেই বিপুল স্বাধীনতার মধ্যে তিনি কাজ করতে পারেন। যদিও অনেকের দাবি, চাপে পড়েই এই ব্যাখ্যা দিয়েছেন সুরস্রষ্টা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement