Nayanthara

‘ঠোঁট ওদের ছোঁয়ার আগেই ছুঁয়ে দেয় অশ্রু’, যমজ পুত্র নিয়ে বছর পার নয়নতারা-বিঘ্নেশের

বিঘ্নেশ দীর্ঘ দিন প্রেম করেছেন অভিনেত্রী নয়নতারার সঙ্গে। তার পর ২০২২ সালের জুন মাসে চারহাত এক হয়। অক্টোবরেই সারোগেসির মাধ্যমে যমজ পুত্রের অভিভাবক হন তাঁরা। একই বছরে এত কিছু!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৩ ১৪:৪৭
Share:

দুই পুত্রসন্তানের সঙ্গে ছবি দিয়ে ধন্যবাদ জানালেন বিঘ্নেশ এবং নয়নতারা। ছবি: সংগৃহীত।

জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় পেরিয়েছেন ২০২২ সালেই। নতুন বছরে পা রেখে তাই পুরনোর প্রতি কৃতজ্ঞতায় মন ভরে উঠছে বিঘ্নেশ শিবনের। স্ত্রী নয়নতারা এবং যমজ দুই পুত্রসন্তানের সঙ্গে ছবি দিয়ে ধন্যবাদ জানালেন দক্ষিণের ছবির পরিচালক। জীবনের সঙ্গে সম্পৃক্ত সব কিছুকে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে তাঁর।

Advertisement

বিঘ্নেশ দীর্ঘ দিন প্রেম করেছেন অভিনেত্রী নয়নতারার সঙ্গে। তার পর ২০২২ সালের জুন মাসে চারহাত এক হয়। অক্টোবরেই সারোগেসির মাধ্যমে যমজ পুত্রের অভিভাবক হন তাঁরা। একই বছরে এত কিছু!

বিঘ্নেশ লিখেছিলেন, ‘‘আমাদের প্রিয় উয়ির এবং উলাগামের জন্য আপনাদের আশীর্বাদ চাইছি। জীবন এখন দ্বিগুণ সুন্দর। ঈশ্বরেরও দ্বিগুণ মহিমা।’’

Advertisement

নতুন বছরে দুই পুত্র এবং নয়নতারার সঙ্গে আরও কিছু না-দেখা মুহূর্ত ভাগ করে নিলেন বিঘ্নেশ। দীর্ঘ পোস্টে ছুঁয়ে গেলেন সুখস্মৃতির ঝলক। সেখানে উঠে এল তাঁর আর নয়নতারার রূপকথার মতো বিয়ের প্রসঙ্গ। হিন্দি এবং তামিল ছবির জগতের সুপারস্টাররা এসেছিলেন বিয়েতে। সাক্ষী হয়েছিলেন তাঁদের জীবনের বিশেষ মুহূর্তের।

সব মিলিয়ে ২০২২ সাল যে ভরিয়ে দিয়ে গিয়েছে তাঁদের, সে কথাই জানালেন বিঘ্নেশ। লিখলেন, ‘‘দুই সন্তান ঈশ্বরের আশীর্বাদ। যত বার ওদের দেখি, কাছে যাই আমার চোখে জল আসে। আমার ঠোঁট ওদেরকে ছোঁয়ার আগেই চোখের জল ছুঁয়ে ফেলে। আমি কান্নায় ভাসি আর ঈশ্বরকে ধন্যবাদ দিই।’’

২০২৩ সালের দিকেও বিশেষ আশা নিয়ে তাকিয়ে আছেন বিঘ্নেশ। অজিত কুমারের সঙ্গে ‘একে সিক্সটি টু’-র কাজ শুরু করবেন। অন্য দিকে, নয়নতারাকে শেষ দেখা গিয়েছিল, অশ্বিন সরভানন পরিচালিত ‘কানেক্ট’ ছবিতে। চলতি বছর বলিউড ছবিতে অভিষেক হবে নায়িকার। শাহরুখ খানের বিপরীতে অভিনয় করবেন ‘জওয়ান’-এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement