Virat Kohli

Virat-Anushka: ‘আমার ভরসা’, অবসরে অনুষ্কার প্রতি ভালবাসা উজাড় করে দিলেন বিরাট

মাত্র দু’টি শব্দ খরচ করেই বুঝিয়ে দিলেন, জীবনের সব ওঠানামায় অনুষ্কাই তাঁর সঙ্গী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২১ ১৭:০৮
Share:

স্ত্রীর প্রতি প্রেম জানালেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

ব্যস্ত রুটিন ফাঁকি দিচ্ছেন তাঁরা। বিরাট কোহলী এবং অনুষ্কা শর্মা। নিজেদের জন্য খুঁজে নিয়েছেন এক টুকরো অবসর। লেন্সবন্দি করে রাখছেন ভালবাসার মুহূর্তকে।

তেমনই এক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন বিরাট। দু’জনের পোশাকেই রং মিলান্তি। সাদা রঙের সাদামাঠা টি-শার্টেই স্বস্তি তাঁদের। নির্ঝঞ্ঝাট, মন্থর সময় কাটছে তারকা-দম্পতির। স্ত্রীর প্রতি প্রেম জানালেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। লিখলেন, ‘আমার ভরসা'। সঙ্গে একটি লাল রঙের হৃদয়-চিহ্ন। মাত্র দু’টি শব্দ খরচ করেই বুঝিয়ে দিলেন, জীবনের সব ওঠানামায় অনুষ্কাই তাঁর সঙ্গী।

Advertisement

টি২০ বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছতে পারেনি ভারত। খেলা শেষ করে মেয়ে ভামিকা এবং স্ত্রীকে নিয়ে দুবাই থেকে ফিরে এসেছেন বিরাট। আপাতত কাজের চাপ কিছুটা কমানোর জন্য বিরতি নিয়েছেন তিনি। এখন বিরাটের অবসর জুড়ে শুধুই প্রেম, ভালবাসা আর অনুষ্কা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement