Updates Of Parno Mitra

তৃণমূলে পার্নো, কতটা ক্ষতিগ্রস্ত পদ্মশিবির! কতটা লাভবান শাসকদল? কী বলছেন সহ-অভিনেতারা

সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে পার্নো মিত্রের দলবদল। তাঁর এই অবস্থান নিয়ে সরব টলিপাড়া। কী বলছে তারা?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫ ১৬:৩২
Share:

পার্নো মিত্রের শাসকদলে যোগ দেওয়া নিয়ে সরব টলিপাড়া। ছবি: সংগৃহীত।

বছরশেষে বড় পদক্ষেপ! ২০২৬-এ বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপি ছেড়ে তৃণমূলে পার্নো মিত্র। খবর, টলিউডের অন্দরে নাকি এই নিয়ে তরজা শুরু! কারণ, অভিনেত্রীর সমসাময়িক বা ‘বন্ধু’রা অনেকেই ভিন্ন রাজনৈতিক মতে বিশ্বাসী। অনেকে তাঁর বর্তমান দলের সমর্থক।

Advertisement

পার্নোর দলবদলে কতটা ক্ষতিগ্রস্ত পদ্মশিবির? কতটাই বা লাভবান শাসকদল? জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল রুদ্রনীল ঘোষ, রূপাঞ্জনা মিত্র, রূপা ভট্টাচার্য, ভরত কলের সঙ্গে।

রুদ্রনীলের কাছে প্রসঙ্গ তুলতেই তাঁর সাফ দাবি, “২০২১-এ নির্বাচনের পর পার্নো আমাদের সঙ্গে কোনও ভাবেই ছিল না। ও বরাবর অভিনয় নিয়ে থাকতে ভালবাসে। তার বাইরেও যে দুনিয়া আছে, রাজ্য-রাজনীতিতে কত কী ঘটে যাচ্ছে, পার্নো কতটা জানে?” অভিনেত্রীর সমাজমাধ্যমে ঝাঁকিদর্শন দেওয়ার অনুরোধ জানিয়েছেন অভিনেতা-রাজনীতিবিদ। রুদ্রনীলের যুক্তি, “পার্নোর সমাজমাধ্যমে ঢুঁ মারলেই দেখা যায়, ওখানে এই ধরনের কোনও বক্তব্য বা মন্তব্য নেই। একজন সমাজসচেতন মানুষকে কিন্তু এখন তাঁর সমাজমাধ্যম দেখেই চেনা যায়।”

Advertisement

তখন টলিউড এককাট্টা। ছবি: সংগৃহীত।

এই জায়গা থেকেই রুদ্রনীলের আফসোস, “পার্নো ভীষণ ভাল মেয়ে। ওকে কেউ ভুল বুঝিয়ে ভরাডুবি আসন্ন জেনে শাসকদলে নিয়ে এসেছে।” তাঁর এ-ও অনুযোগ, শাসকদলে যোগ না দিলে ইন্ডাস্ট্রিতে কাজ মেলে না। পেটের দায়ে পার্নোকে এই পদক্ষেপ করতে হলে এর থেকে খারাপ আর কিচ্ছু হতে পারে না। সেই জায়গা থেকে তাঁর মতে, পার্নো দলবদল করায় পদ্মশিবিরের যেমন লোকসান হয়নি, শাসকদলেরও মারাত্মক কিছু লাভ হল না।

পার্নোকে স্বাগত জানিয়েছেন তাঁর আর এক সহ-অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। শুক্রবার যখন তাঁর সঙ্গে এই প্রসঙ্গে যোগাযোগ করা হয়, তখনও তিনি জানতেন না, পার্নো দল বদলাচ্ছেন। তখনই রূপাঞ্জনা বলেছিলেন, “পার্নো এ রকম কোনও পদক্ষেপ করলে সেটা ওর পক্ষে ভাল। কারণ, বিজেপি নিজেই এখনও ঠিক করে উঠতে পারেনি, বাংলায় তারা কী চায়!” পার্নো দলীয় পতাকা হাতে নিয়েছেন শুক্রবার। শনিবার রূপাঞ্জনার কথায়, “ওর সঙ্গে ‘খেলা’ ধারাবাহিকে অভিনয় করেছি। আমরা সহকর্মী। সেই জায়গা থেকে বলছি, দলবদল ওর ব্যক্তিগত ভাবনা। সমাজমাধ্যমে তার জন্য একজন মেয়েকে কুৎসিত ভাষায় আক্রমণ করা হবে কেন!”

প্রায় একই কথা রূপারও। তাঁর মতে, “একজন মানুষ তাঁর স্বাধীন চিন্তায় যদি দল বদলান, তবে সেটি তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে কিচ্ছু বলার নেই। প্রার্থনা, এই বদল পার্নোর জীবনে শান্তি, সমৃদ্ধি আনুক।” রূপাও একটা সময় বিজেপি করতেন। ছেড়ে দিয়েছেন তার পর। পার্নোর মতো তিনিও কি শাসকদলে যোগ দেবেন? হাসতে হাসতে অভিনেত্রীর দাবি, “আমি রাজনীতির মানুষ নই। কোনও বিপ্লবাত্মক কাজে বরং মানায় আমায়।” বর্ষীয়ান অভিনেতা ভরতও খুশি। তিনি জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ যা হয়ে উঠছে, তাতে এ ছাড়া রাজ্যের মানুষের আর কোনও গতি নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement