Entertainment News

অবসরের পর এখন কী করছেন এই বিখ্যাত পর্নস্টারেরা?

নীল ছবি। ব্লু ফিল্ম। পর্ন মুভিকে ভারতের সাধারণ মানুষ এ নামেই ডাকেন। এই ছবিতে যাঁরা কাজ করেন তাঁরাও একটা সময় অবসর নেন। অবসরের পর কেমন হয় তাঁদের জীবন? বিশ্ব জুড়ে ফিল্মের এই জঁরে বিখ্যাত কয়েকজন অভিনেত্রী আজকাল কিসে ব্যস্ত দেখে নিন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৭ ১৩:৫২
Share:
০১ ০৭

নিঃসন্দেহে নব্বইয়ের দশকের অন্যতম সেরা পর্নস্টার। ২০০৩-এ নিজের অটোবায়োগ্রাফি লেখেন জেনা জেমসন। বইটি বেস্টসেলার হওয়ার পর আরও একটি বই লেখেন জেনা। ইদানিং লেখালিখি, টিভি শো, মিউজিক ভিডিও এবং ভিডিও গেমসের চরিত্র হিসেবে কাজ করেন।

০২ ০৭

পর্ন ইন্ডাস্ট্রিতে পা রাখার পর সকলেই বলেছিলেন ভবিষ্যতের তারকা সাশা গ্রে। হয়েছিলও তাই। কিন্তু ২১ বছর বয়সেই পর্ন ছবি থেকে অবসর নেন সাশা। এর পর মডেলিং, গান এবং ডিজে হিসেবে কাজ করেন সাশা। ২৯ বছর বয়সী সাশা দু’টি বইও লিখেছেন।

Advertisement
০৩ ০৭

২০১৪ পর্যন্ত দাপিয়ে কাজ করেছন। সে বছর অবসরের পর থেকে এখন নতুন পর্ন তারকাদের ট্রেনিং দেন। তাঁর কনসাল্টিং ফার্মের নাম ‘পর্ন স্টারস বুট ক্যাম্প’। এ ছাড়া রেডিও, মিউজিক ভিডিও এবং হলিউডের ছবিতেও কাজ করেন।

০৪ ০৭

বিখ্যাত পর্ন তারকা থেকে বলিউডের অভিনেত্রী। সানি লিওনের জার্নিটাও বেশ অন্য রকম। বলিউডে আইটেম গার্ল হয়ে শুরু করে এখন অভিনয়েও নজর কেড়েছেন ‘বেবি ডল’। পাশাপাশি জনপ্রিয় একটি রিয়্যালিটি শো-তে সঞ্চালনার কাজও করেন তিনি।

০৫ ০৭

পর্ন ছবি থেকে বিরতি নেওয়ার পর হলিউডে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন ট্র্যাসি লর্ডস। এ ছাড়া বেশ কিছু মিউজিক ভিডিও করেছেন ৪৯ বছরের ট্র্যাসি। লিখেছেন আত্মজীবনীও।

০৬ ০৭

‘গেম অব থ্রোনস’-এর ফ্যান হলে সিবেল কেকিলিকে চেনার কথা। জার্মান এই অভিনেত্রী এর আগে পর্ন স্টার হিসেবেই কেরিয়ার শুরু করেন।

০৭ ০৭

জনপ্রিয় পর্ন তারকা। মাত্র ২৪ বছর বয়সেই অনলাইনে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান মিয়া। সোশ্যাল মিডিয়াতে বরাবরই খুব অ্যাকটিভ। টুইটার ও ইউটিউবে তাঁর প্রচুর ফলোয়ার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement