Entertainment News

শুটিংয়ের ফাঁকে মেক-আপ রুমে কী করে খুদে লোকনাথ?

মেক-আপ রুমে দেখা গেল জানলার গ্রিলে দুই খুদের আঁকা ছবি টাঙানো। সময় পেলেই দুজনে স্ক্রিপ্টের পাতার উল্টোদিকের সাদা অংশে ছবি আঁকে। কোনটা কে এঁকেছে তা নিয়েও মাঝে মাঝে মতবিরোধ দেখা দিচ্ছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৯ ১২:৪৭
Share:

দুই খুদে অভিনেতা।

‘জয় বাবা লোকনাথ’ ধারাবাহিকে লোকনাথ এখনও ছোট। ছোট লোকনাথ (অরণ্য রায়চৌধুরী) নানারকম অলৌকিক মায়া দেখিয়ে চলেছেন একেকটি দৃশ্যে। আর বন্ধু বেণীমাধবও (দেবজ্যোতি রায়) তাঁর অলৌকিক ক্রিয়াকর্মের প্রত্যক্ষ অংশীদার।

Advertisement

কিন্তু এই দুই খুদে সারাদিন মেক-আপ রুমে কী করে?

মেক-আপ রুমে দেখা গেল জানলার গ্রিলে দুই খুদের আঁকা ছবি টাঙানো। সময় পেলেই দুজনে স্ক্রিপ্টের পাতার উল্টোদিকের সাদা অংশে ছবি আঁকে। কোনটা কে এঁকেছে তা নিয়েও মাঝে মাঝে মতবিরোধ দেখা দিচ্ছে। আপসে মিটিয়েও নিচ্ছেন দু’জনে। অরণ্য কখনও আঁকছেন দুর্গার মুখ তো কখনও প্রকৃতি। তিনি তাঁর লোকনাথ লুকসের একটা ছবিও এঁকেছেন।

Advertisement

আরও পড়ুন, #মিটু নিয়ে মুখ খুলেই ট্রোলিংয়ের শিকার রানি

অন্য দিকে দেবজ্যোতি এঁকেছেন ঘরবাড়ি, গাছপালা, ভূত, বাঘ ও গোলাপ ফুল। দুই খুদে সারাদিন লোকেশন জুড়ে ছোটাছুটি, দুষ্টুমি, খুনসুটি করেই চলেছে। তারই মধ্যে সেটেই চালিয়ে যাচ্ছে আঁকিবুকি, স্কুলের পড়াশোনা।

এই দুই খুদেকে দেখে কে বলবে শুটিং-এ চাপ বলে কিছু থাকে?


দুই খুদের আঁকা ছবি।

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement