Entertainment News

ছেঁড়া জিন্স পরে বিপদে দেব! দেখুন কী হল…

আসল ঘটনাটি ঠিক কী? কেন বিপদে পড়লেন দেব?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৮ ১৮:০৭
Share:

গোটা ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দেব স্বয়ং।

দেবের পরনে ছেঁড়া জিন্স। না, ছেঁড়া রয়েছে নায়ক তা খেয়াল করেননি, এমন নয়। বরং ইচ্ছে করেই ছেঁড়া জিন্স পরে বেরিয়েছিলেন তিনি। কারণ ছেঁড়া জিন্স তো এখন ফ্যাশনে ইন। কিন্তু তাতেই বিপদে পড়লেন তিনি!

Advertisement

আসল ঘটনাটি ঠিক কী? কেন বিপদে পড়লেন দেব?

আসলে সম্প্রতি একটি অনুষ্ঠানে দেবকে ছেঁড়া জিন্স পরে থাকতে দেখে এগিয়ে এসেছিলেন ঊষা উত্থুপ। এমনকি ছুঁচ-সুতো নিয়ে দেবের ছেঁড়া জিন্স সেলাইও করতে শুরু করে দেন তিনি। ছেঁড়া জিন্স পরার জন্য দেবকে ধমকও দেন। গোটা ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দেব স্বয়ং।

Advertisement

আরও পড়ুন, রেগে গিয়ে এক যুবককে প্রকাশ্যে চড় মারলেন দেব! দেখুন ভিডিয়ো

ভিডিয়ো শেয়ার করে দেব লিখেছেন, ‘একটা ইভেন্টে অসাধারণ গায়িকা ঊষাদির সঙ্গে দেখা হয়েছিল… আমার ছেঁড়া জিন্স দেখে উনি কী করলেন দেখুন। আর কখনও ঊষাদির সামনে ছেঁড়া জিন্স পরে যাব না।’

আরও পড়ুন, নতুন খবর দিলেন শুভশ্রী!

মজার মোড়কেই গোটা ভিডিয়োটি শেয়ার করেছেন দেব। ঊষা উত্থুপও যে হালকা মেজাজে ছিলেন তা ভিডিয়ো দেখে মনে করছেন টলি মহলের একটা বড় অংশ।

👖 🙈 ❤️

👖 🙈 ❤️

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement