Marriage Couple Sayan Basu

প্রেমের মাসে গাঁটছড়া, রাজারাজড়ার মতোই সপ্তাহ জুড়ে সাতপাক! সায়ন-রিনির বিয়েতে আর কী?

মেহেন্দি-সঙ্গীত নয়। ‘আলতা নাইট’ হবে যুগলের বিয়েতে। বাঙালি আর মোগলাই মিলিয়ে খানাপিনা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১৮:৩৫
Share:

সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সায়ন বসু-রিনি মুখোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রাম।

বিয়ের দিন এগিয়ে আসছে। অল্প অল্প দুশ্চিন্তায় ভুগছেন অভিনেতা সায়ন বসু? এই মুহূর্তে তিনি ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে খলনায়কের ভূমিকায়। আনন্দবাজার ডট কম যোগাযোগ করতেই বললেন, “গত বছর আমরা আংটি বদল করে বাগ্‌দান সেরেছি। এ বছরের ফেব্রুয়ারিতে আমাদের বিয়ে।”

Advertisement

বেশ জমকালো বিয়ে হবে তাঁর আর রিনি মুখোপাধ্যায়ের। এর আগে আনন্দবাজার ডট কম-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তেমনই জানিয়েছিলেন সায়ন। জানিয়েছিলেন, বাঙালি মতে বিয়ে হবে। মেহেন্দি, সঙ্গীত নয়। বিয়ের সকালে গায়েহলুদের অনুষ্ঠান। তার আগের রাতে ‘আলতা নাইট’। আপাতত আত্মীয়-বন্ধুরা আইবুড়ো ভাতের নিমন্ত্রণ খাওয়াচ্ছেন যুগলকে। “শুটিংয়ের চাপে জমিয়ে আইবুড়ো ভাতও খাওয়া হচ্ছে না”, আফসোস অভিনেতার।

আপাতত বিয়ে নিয়ে এর বেশি কিছু বলতে চান না সায়ন। অভিনেতা বলতে না চাইলেও টেলিপাড়ায় তাঁর বিয়ের খবর ভাসছে।

Advertisement

সেই খবর অনুযায়ী, আগে কোন্নগরে এক বনেদি বাড়িতে দুই পক্ষের হাতেগোনা সদস্যদের নিয়ে ঘরোয়া বিয়ে হবে তাঁদের। গায়েহলুদ থেকে সাতপাক— প্রথমে সেখানেই সব সারবেন তাঁরা। তার পর কলকাতায় বৈদিক মতে দ্বিতীয় প্রস্ত বিয়ে। প্রীতিভোজের আয়োজন হবে দু’দিন পরে। সায়ন-রিনির বিয়ের থিম রাজারাজড়ার বিয়ে। আগে রাজারা যে সাজে বিয়ে করতে যেতেন, যে ভাবে বিয়ের মণ্ডপ সাজানো হত, সে ভাবেই তাঁদের বিয়ের আয়োজন হবে। বিয়ের দিনে যদিও বাঙালি সাজেই সাজবেন সায়ন। ধুতি-পাঞ্জাবি, জোড় পরবেন। প্রীতিভোজের দিন তাঁকে দেখা যেতে পারে রাজস্থানি পোশাকে। ভিতরে বেনিয়ান। তার উপর দিয়ে লম্বা শ্রাগ। তবে এ দিন আর ধুতি না-ও পরতে পারেন। বদলে সায়ন হয়তো বেছে নেবেন চোস্ত পাজামা বা ট্রাউজার।

খাওয়াদাওয়াতেও থাকবে এলাহি আয়োজন। দুই পরিবার একত্রে বর-কনেকে আইবুড়োভাত খাওয়াবেন। মেনুতে থাকবে লুচি, ছোলার ডাল, লম্বা করে কাটা বেগুনভাজা, মাছ, মাংস ইত্যাদি। প্রীতিভ‌োজে আমন্ত্রিতদের জন্য বাঙালি আর মোগলাই খানা এক ছাদের নীচে আয়োজন করতে চলেছেন সায়ন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement