Entertainment News

৫৩ ফুট লম্বা ধোসা! রেস্তোরাঁর উদ্বোধনে ঋতুপর্ণা

ঋতুপর্ণা হেসে বলেন, ‘‘আমি মঙ্গলবার নিরামিষ ডায়েটে থাকি। আর এই ধোসা আমার জন্য বেস্ট ট্রিট।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৮ ১৮:১৩
Share:

উদ্বোধনের মুহূর্তে ঋতুপর্ণা।

ভেতরে মশলাদার পুর দিয়ে কড়া করে ভাজা ধোসা। ওপরে ছ়়ড়ানো ধনেপাতা কুচি। তা যেমন দেখতে ভাল, স্বাদো অপূর্ব। কিন্তু লম্বায় এই ধোসা ৫৩ ফুট! শুনে অবাক হচ্ছেন?

Advertisement

অবাক হবেন না। কারণ, যে ধোসা আপনি খেতে ভালবাসেন, এও তাই। আর এই লম্বা ধোসা তৈরি করেছে ‘সংকল্প’। গত মঙ্গলবার এই রেস্তোরাঁর প্রথম কলকাতার আউটলেটের উদ্বোধন করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

ঋতুপর্ণা হেসে বলেন, ‘‘আমি মঙ্গলবার নিরামিষ ডায়েটে থাকি। আর এই ধোসা আমার জন্য বেস্ট ট্রিট।’’

Advertisement

আরও পড়ুন, নিজেই নিজের আইল্যাশ কেটে ফেলেছিলেন দিতিপ্রিয়া!

সল্টলেকে এই অনুষ্ঠানে ঋতুপর্ণার পাশাপাশি হাজির ছিলেন ফুড ব্লগাররাও। এই আউটলেটে অতিথিদের জন্য নতুন নতুন দক্ষিণ ভারতীয় খাবারও পরিবেশন করা হবে। তা হলে আর দেরি কেন, ধোসা ট্রাই করতে কবে যাচ্ছেন?

(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement