Advertisement
E-Paper

নিজেই নিজের আইল্যাশ কেটে ফেলেছিলেন দিতিপ্রিয়া!

এ ঘটনা সদ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী স্বয়ং।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৮ ১৩:৪১
রানির লুকে দিতিপ্রিয়া।

রানির লুকে দিতিপ্রিয়া।

দিতিপ্রিয়া রায়। জনপ্রিয় ধারাবাহিক ‘রানি রাসমণি’র দৌলতে বাঙালি দর্শকের ঘরে ঘরে পরিচিত মুখ। তাঁর অভিনয়ও পছন্দ করেন দর্শক। কিন্তু দিতিপ্রিয়া ছোটবেলায় নিজেই নাকি নিজের আইল্যাশ কেটে ফেলেছিলেন। কেন জানেন?

এ ঘটনা সদ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী স্বয়ং। ১৪ নভেম্বর ছিল শিশু দিবস। সেই উপলক্ষে নিজের ছোটবেলার এই মজার ঘটনার কথা অনুরাগীদের জন্য শেয়ার করেছেন দিতিপ্রিয়া।

দিতিপ্রিয়া লিখেছেন, ‘ছোটবেলায় ভাবতাম মায়েরা পার্লার যান আইব্রো করতে যাতে সুন্দর দেখায়, ‘আইল্যাশ’ করলেও নিশ্চয়ই সুন্দর লাগবে। তাই আমি নিজেই নিজের আইল্যাশ কেটে ফেলেছিলাম!!’

আরও পড়ুন, ব্যাঙ্ককে এনগেজমেন্টের জন্য যাচ্ছেন তৃণা?

আসলে দিতিপ্রিয়া সবে মাধ্যমিক পাশ করেছেন। তিনি এখন ক্লাস ইলেভেনের ছাত্রী। বয়সে ছোট হলেও পরিণত বয়সের রানি রাসমণির চরিত্রে চুটিয়ে অভিনয় করছেন তিনি। যে ভাবে এত কম বয়সে পর্দায় পরিণত রানি রাসমণির চরিত্রে অভিনয় করছেন তিনি তা প্রশংসার দাবি রাখে বলে মনে করেন টলিউডের একটা বড় অংশ। সে কারণেই টিআরপির হিসেবেও প্রায় প্রতি সপ্তাহেই এই ধারাবাহিক থাকে প্রথম স্থানে।

Yes I really did it 😂 Thank you so much Zee Bangla

A post shared by Ditipriya Roy (@roy_ditipriya) on

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

Ditipriya Roy দিতিপ্রিয়া রায় রানি রাসমণি Rani Rashmoni TV Celebrities Instagram
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy