Ranveer Allahbadia controversy

‘তুমি সব হারাবে, শুধু তোমার সঙ্গে থাকবে...’, ‘অসহায়’ রণবীরকে কোন আশা দিলেন প্রেমিকা?

নিক্কি তাঁর নতুন পোস্টে লিখেছেন, জীবন থেকে সব কিছু হারিয়ে ফেললে ঠিক কী হয়। এই পোস্ট ঘিরে নতুন প্রশ্ন উঠেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০২
Share:

রণবীরের বিতর্কের মাঝে নিক্কির রহস্যময় পোস্ট। ছবি: সংগৃহীত।

ইউটিউবার হিসেবে বেশ জনপ্রিয় রণবীর ইলাহাবাদিয়া। প্রায়ই তাঁর অনুষ্ঠানের বিভিন্ন অংশ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ত। কিন্তু বিপত্তি শুরু হল ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানে গিয়েই। মুহূর্তে ধুলোয় মিশল তাঁর খ্যাতি। একটি মন্তব্যের জন্য বিতর্কে পড়েছেন রণবীর। প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন তিনি। কিন্তু তাঁকে ক্ষমা করতে প্রস্তুত নন অনেকেই। এই পরিস্থিতিতে রণবীরের সঙ্গে তাঁর চর্চিত প্রেমিকা নিক্কি শর্মার সম্পর্কের কথাও উঠে আসছে চর্চায়। দিন কয়েক আগেই জল্পনা তৈরি হয়েছিল, দু’জনের মধ্যে সম্পর্ক টিকে রয়েছে কি না, তা নিয়ে। এ বার নিক্কির একটি পোস্ট ঘিরে নতুন প্রশ্ন উঠেছে।

Advertisement

নিক্কি তাঁর নতুন পোস্টে লিখেছেন জীবন থেকে সব কিছু হারিয়ে ফেললে ঠিক কী হয়। ইনস্টাগ্রামে তাঁর শেয়ার করা পোস্টে লেখা, “একটা সময় আসবে, যখন তুমি সব কিছু হারিয়ে ফেলবে। এমনকি নিজের মাথাও আর কাজ করবে না। যে মুহূর্তে দেখবে, মাথাও আর কাজ করছে না, বুঝবে, তোমার কাছে তোমার আত্মা ছাড়া আর কিছুই বেঁচে নেই। সেই দিন তুমি উপলব্ধি করবে, তুমি আসলে অজেয়।”

কিছু দিন আগেই কানাঘুষো চলছিল রণবীরের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্কে ইতি টেনেছেন তাঁর চর্চিত প্রেমিকা নিক্কি শর্মা। তবে সেই জল্পনায় জল ঢাললেন নিক্কি নিজেই। গুঞ্জন রটেছিল, রণবীর ও নিক্কি নাকি পরস্পরকে আর অনুসরণ করছেন না। খবর ছড়ানোর দু’দিন পরেই ফের তাঁরা পরস্পরকে অনুসরণ করা শুরু করেন। সেই দিনও নিক্কি একটি রহস্যময় পোস্ট করেছিলেন। রণবীরের চর্চিত প্রেমিকা লিখেছিলেন, “যে বন্ধুরা রাত জেগে আপনার সঙ্গে কথা বলেন, সমস্যার দিনে আপনার ডাকে দ্রুত সাড়া দেন, অন্য সব কিছু ফেলে আপনার পাশে থাকেন, তাঁদের কুর্নিশ। আপনারা হয়তো সেই কৃতিত্ব পান না। কিন্তু প্রশংসা সত্যিই আপনাদের প্রাপ্য।” এই পোস্ট মূলত লেখক জয় শেট্টির। নিক্কি এই পোস্ট ভাগ করে নেওয়ার পরে নেটাগরিক আন্দাজ করেছিলেন, বর্তমান পরিস্থিতির জন্যই এই পোস্ট নিক্কির।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement