Suzanne Khan

সবচেয়ে কাছের মানুষকে হারিয়ে একা হয়ে গেলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজ়ান খান

হৃত্বিকের সঙ্গে বিচ্ছেদের পরে নতুন সম্পর্কে নিজেকে গুছিয়ে নিচ্ছিলেন। এরই মাঝে সবচেয়ে কাছের মানুষকে হারিয়ে ফেললেন সুজ়ান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ ১২:৩০
Share:

(বাঁ দিকে) হৃতিক রোশন, (ডান দিকে) সুজ়ান খান। ছবি: সংগৃহীত।

হৃতিক রোশনের সঙ্গে সুজ়ানের বিচ্ছেদ হয়েছে বেশ কয়েক বছর হল। প্রাক্তনের সঙ্গে তিক্ততা নয়, বরং বন্ধুত্বের সম্পর্ক। নতুন প্রেমিক ও সন্তানদের নিয়ে গুছিয়ে নিচ্ছিলেন জীবন। এর মাঝেই সবচেয়ে কাছের মানুষকে হারিয়ে ফেললেন সুজ়ান।

Advertisement

মা জ়রীন কত্রককে হারালেন সুজ়ান। দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন সুজ়ান ও জ়ায়েদ খানের মা। শুক্রবার সকালে মুম্বইয়ে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

অভিনেতা সঞ্জয় খানের সঙ্গে জ়রীনের বিয়ে হয় ১৯৬৬ সালে। তিনি অন্দরসজ্জা শিল্পী হওয়ার পাশাপাশি এককালে হিন্দি ছবির অভিনেত্রী ছিলেন। দেব আনন্দের নায়িকা ছিলেন তিনি। তাঁর অভিনীত অন্যতম ছবি ‘তেরে ঘর কে সামনে’। সঞ্জয়ের সঙ্গে দীর্ঘ দাম্পত্যজীবনে অনেক চড়াই-উতরাই দেখেছেন তিনি। একটা সময় প্রচারের আলোয় থেকেও, আচমকাই নিজেকে সব কিছু থেকে দূরে সরিয়ে নেন। সুজ়ান বিভিন্ন সময়ে জানিয়েছেন, তিনি তাঁর মায়ের দ্বারা কতটা প্রভাবিত। তাঁর মা ছিলেন দৃৃঢ়চেতা, সেই গুণই অনেকের থেকে তাঁকে নাকি আলাদা করে। মায়ের প্রয়াণে শোকস্তব্ধ সুজ়ান, জ়ায়েদরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement