Tea

Skincare with Tea: সকালে চা খেলে কি যত্ন হয় ত্বকেরও

চা এমন এক পানীয় যা নানা ভাবে যত্ন নেয়। ভিতর থেকে সুস্থ থাকতে সাহায্য করে। আবার বাড়ায় ত্বকের জেল্লা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২২ ২১:৪৪
Share:

সুন্দরী মহিলা চা খাবেন না, তা দেখেও অবাক হন না কেউ। কারণ, অনেকেই ভাবেন চা খেলে ত্বকের জেল্লা চলে যাবে।

ছোটদের চা খেতে দেন না অভিভাবকরা। চায়ের নেশা হয়ে যেতে পারে। মনে করা হয়, শারীরিক ক্ষতি হতে পারে তার জেরে। এমন কত কথাই না শোনা যায়। সুন্দরী মহিলা চা খাবেন না, তা দেখেও অবাক হন না কেউ। কারণ, অনেকেই ভাবেন চা খেলে ত্বকের জেল্লা চলে যাবে।

Advertisement

কিন্তু এই পানীয়ের আসলে কত রকম গুণ আছে সে, কথা বলে ক’জন!

চা হল এমন একটি পানীয় যা শরীরের যত্ন নেয় নানা ভাবে। ভিতর থেকেও সুস্থ থাকতে সাহায্য করে যে কোনও। আর বাড়ায় ত্বকের জেল্লা।

Advertisement

রোজ চা খেলে রক্তচলাচল স্বাভাবিক হয়। তাতে ত্বক উজ্জীবিত হয়।

কী ভাবে ত্বকের যত্ন নেয় চা?

১) প্রথমত নিত্য চা পানের অভ্যাস থাকলে বাড়ে প্রতিরোধশক্তি। শরীর ভিতর থেকে তরতাজা থাকলে তা প্রকাশ পায় চেহারায়।

২) মানসিক চাপ কমাতেও সাহায্য করে এই পানীয়। মন চাপমুক্ত থাকলে ত্বকও উজ্জ্বল দেখায়।

৩) রোজ চা খেলে রক্তচলাচল স্বাভাবিক হয়। তাতে ত্বক উজ্জীবিত হয়। চকচক করে।

৪) চায়ে থাকে ক্যাফিন। এই উপাদানের কিছু ভাল গুণ রয়েছে। তার মধ্যে একটি হল প্রদাহ কমানোর ক্ষমতা। ত্বকের প্রদাহ কমলে, জেল্লাও বাড়ে।

৫) চা হজমশক্তি বাড়ায়। হজম ভাল হলে মুখ-চোখে দাগছোপ কিংবা ব্রণর সমস্যা কমে। ত্বক দেখায় মসৃণ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন