Diabetes

ডায়াবিটিস আছে? অজান্তেই বাড়ছে না তো স্ট্রোকের ঝুঁকি?

রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে হৃদ্‌রোগ নিয়ে সতর্ক থাকার কথা বলছেন চিকিৎসকরা। কিন্তু কেন?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৩ ২০:১২
Share:

শর্করার মাত্রা বেশি থাকলে রক্তনালিগুলিতে চর্বি জমে। ছবি: সংগৃহীত।

উচ্চ রক্তচাপ, কোলেস্টেরলের মতো অসুখ স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। কিন্তু সাম্প্রতিক একটি গবেষণা জানাচ্ছে, ডায়াবিটিস রোগীদেরও স্ট্রোকের ঝুঁকি বেশি। তাই রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে স্ট্রোক নিয়ে সতর্ক থাকার কথা বলছেন চিকিৎসকরা।

Advertisement

শর্করার মাত্রা বেশি থাকলে রক্তনালিগুলিতে চর্বি জমে। দীর্ঘ দিন ধরে ডায়াবিটিসে ভোগার ফলে রক্তনালিতে এই চর্বি জমাট বাঁধতে শুরু করে। এই জমাট বাঁধা চর্বি রক্তনালিকে সঙ্কুচিত করে তোলে। মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় ধীরে ধীরে।

‘আন্তর্জাতিক ডায়াবিটিস ফেডারেশন’-এর হিসাব অনুযায়ী, বর্তমানে ৫৩৭ লক্ষ মানুষ ডায়াবিটিসের সমস্যায় ভুগছেন।

Advertisement

স্ট্রোকের মতো আকস্মিক বিপদ এড়াতে যে ভাবেই হোক ডায়াবিটিস বশে রাখা জরুরি। প্রতীকী ছবি।

এই সংখ্যা ইতিমধ্যেই উদ্বেগজনক অবস্থায় রয়েছে। ২০৩০ সালের মধ্যে ৬৪৩ লক্ষ মানুষ ডায়াবিটিসে আক্রান্ত হবেন।

মূলত দু’ধরনের স্ট্রোক হয়। ইস্কেমিক এবং হেমরেজিক— এই দুই ধরনের স্ট্রোকের নেপথ্যে রয়েছে শরীরে শর্করার মাত্রার ওঠানামা। সমীক্ষা অনুসারে, প্রতি বছর ইস্কেমিক স্ট্রোকের ঝুঁকি বাড়ে ৩ শতাংশ। ডায়াবেটিকদের ক্ষেত্রে এই রোগের ঝুঁকি তিন গুণ বেশি। সাধারণত রক্তে শর্করার পরিমাণ ১১.১ মিলিলিটারের চেয়ে বেশি হলে ‘হাইপারগ্লাইসেমিয়া’ অবস্থা তৈরি হয়। আর তখনই বাড়ে স্ট্রোকের আশঙ্কা। চিকিৎসকদের মতে, স্ট্রোকের মতো আকস্মিক বিপদ এড়াতে যে ভাবেই হোক ডায়াবিটিস বশে রাখা জরুরি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন